সাবরিনা কার্পেন্টারকে সঙ্গে নিয়ে নতুন সুবিধা আনল ইনস্টাগ্রাম
যুক্তরাষ্ট্রের তারকা গায়িকা সাবরিনা কার্পেন্টারকে সঙ্গে নিয়ে প্রোফাইলে গান যোগ করার সুবিধা নিয়ে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এরই মধ্যে এই গায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইলে তার গাওয়া ‘টেস্ট’ গানটির ৩০ সেকেন্ডের টিজারও যুক্ত করা হয়েছে। প্রোফাইলের নাম ও লিংকের নিচে এই টিজার দেখা যাচ্ছে। ‘টেস্ট’ শিরোনামের এই গানের অ্যালবাম শুক্রবার উন্মোচন হওয়ার কথা রয়েছে।
এক এক্স (সাবেক টুইটার) বার্তায় নতুন এ সুবিধা আনার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। সেখানে লেখা রয়েছে, আপনি কেমন গান পছন্দ করেন, সেটি এখন আপনার প্রোফাইলে যুক্ত করে জানাতে পারেন। সেই পোস্টে একটি ছবিও দেওয়া হয়েছে, যাতে দেখানো হয়েছে সুবিধাটি কেমন হতে পারে।
ইনস্টাগ্রাম বলছে, প্রোফাইলে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের গান যুক্ত করতে পারবেন। পছন্দের গানটি ইনস্টাগ্রাম প্রোফাইলের নিচে একটি মিউজিক আইকনে থাকবে। আইকনের পাশে গানের শিরোনামও উল্লেখ করা থাকবে। মিউজিক আইকনে ট্যাপ করার পর গান শোনা যাবে। সর্বোচ্চ ৩০ সেকেন্ডের গান যুক্ত করা যাবে। পরিবর্তন না করা পর্যন্ত নির্বাচিত গানটি প্রোফাইলে দেখানো হবে। ব্যবহারকারী পরবর্তী সময়ে নিজের পছন্দের গান পরিবর্তনও করতে পারবেন। এমনকি গান প্রদর্শনের সুবিধা বন্ধও করা যাবে। ইনস্টাগ্রাম প্রোফাইলের এডিট প্রোফাইল অপশন থেকে পছন্দের গান যোগ করা যাবে। সুবিধাটি এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড অ্যাপে ব্যবহার করা যাচ্ছে। গ্যাজেট ৩৬০ বলছে, ইনস্টাগ্রামের আইওএস অ্যাপে এখনো সুবিধাটি ব্যবহার করা যায়নি।
বলা হচ্ছে, নিজেদের প্রোফাইলে পছন্দের যুক্ত করা গান অন্য কোনো ব্যবহারকারী প্রোফাইলে প্রবেশ করে শুনতে পারবেন। ফলে ব্যবহারকারীর রুচি সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাবে।
সূত্র: গ্যাজেট৩৬০ ডটকম