কানাডায় টিকটক বন্ধের আদেশ, কেন?

ছবি: রয়টার্স

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে কানাডায় ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার কানাডায় টিকটকের কার্যক্রম বন্ধ করতে চাপ তৈরি করছে। দেশটির গোয়েন্দা মূল্যায়নের ওপর ভিত্তি করে টিকটক ব্যবহারকে আটকাতে এমন চাপ তৈরি হচ্ছে। টিকটকের কার্যক্রম বন্ধের কথা বলা হলেও অ্যাপটি এখনো কানাডার ব্যবহারকারীদের জন্য নিষিদ্ধ নয়।

চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে জাতীয় নিরাপত্তার জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ বলে মনে করছে কানাডা সরকার। তাই টিকটকের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কানাডা সরকার অ্যাপটির ব্যবহার এখনো নিষিদ্ধ করেনি। কানাডায় টিকটক টেকনোলজি, কানাডার মাধ্যমে দেশটিতে কার্যক্রম পরিচালনা করছে। কানাডার উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যাম্পেন বলেন, জাতীয় নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দাদের তথ্য যাচাই-বাছাই করে কানাডা সরকার টিকটক টেকনোলজি কানাডাকে ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়েছে। সরকারের সিদ্ধান্ত কানাডার বিনিয়োগ আইন অনুসারে নেওয়া হয়েছে। কানাডার জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে এমন বিদেশি বিনিয়োগ পর্যালোচনা করার অনুমতি দেয় এই আইন।

ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যাম্পেন বলেন, সরকার টিকটক অ্যাপে কানাডীয়দের প্রবেশ করা বা তাদের আধেয় (কনটেন্ট) তৈরি করায় বাধা দিচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে এই অ্যাপ্লিকেশন বা প্ল্যাটফর্ম ব্যবহার করার সিদ্ধান্ত সবার জন্য ব্যক্তিগত পছন্দ। কার্যক্রম বন্ধের ঘোষণার পর টিকটক আদালতে যাবে বলে জানিয়েছে। আর টিকটক কানাডায় কর্মরত কানাডীয় কর্মীদের চাকরি হারানোর কথাও বলেছে টিকটক কর্তৃপক্ষ।

এর আগে জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকির জন্য ২০২০ সালে ভারতে টিকটকসহ ১৫০টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া