প্রসেসরের নির্মাণশৈলীতে ত্রুটি, সাইবার হামলার ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন নিরাপত্তাঝুঁকিতে রয়েছেরয়টার্স

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিরাপত্তাত্রুটির খোঁজ পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। এক সতর্কবার্তায় সরকারি সংস্থাটি জানিয়েছে, অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে থাকা এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা স্মার্টফোনের তথ্য চুরি করতে পারে। এমনকি চাইলে গোপনে স্মার্টফোনে ক্ষতিকর কোড যুক্ত করে নজরদারিও করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীদের অজান্তেই ফোনে থাকা গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য বেহাত হতে পারে। আর তাই দেশটির অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাঝুঁকির সতর্কতাও জারি করেছে সংস্থাটি।

আরও পড়ুন

সিইআরটি-ইনের তথ্যমতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কাঠামো, সিস্টেম, গুগল প্লে সিস্টেমের হালনাগাদ, প্রসেসরের উপাদান (এআরএম কম্পোনেন্টস), মিডিয়াটেক প্রসেসরের উপাদান, কোয়ালকম প্রসেসরের উপাদান ইত্যাদিতে নিরাপত্তাত্রুটি রয়েছে। অ্যান্ড্রয়েড ১২, ১২এল, ১৩ ও ১৪ অপারেটিং সিস্টেমে এসব ত্রুটি থাকায় প্রায় সব ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। ত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোন বা ট্যাবলেট কম্পিউটারে সাইবার হামলা করতে পারে।

আরও পড়ুন

এআরএম, মিডিয়াটেক ও কোয়ালকমের চিপে প্রযুক্তিতে ত্রুটি থাকার বিষয়টি জানতে পেরে নিজেদের ব্যবহারকারীদের জন্য আলাদাভাবে নিরাপত্তা হালনাগাদ উন্মুক্ত করতে যাচ্ছে বিভিন্ন ফোন নির্মাতা প্রতিষ্ঠান। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিরাপত্তা হালনাগাদ প্রকাশও করেছে।

সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে দ্রুত নিজেদের ফোনে নির্মাতা প্রতিষ্ঠানের হালনাগাদ নিরাপত্তা প্যাচ ব্যবহার করার পরামর্শ দিয়েছে সিইআরটি-ইন। এ ছাড়া অপরিচিত ওয়েবসাইটে প্রবেশ বা অসমর্থিত উৎস থেকে পাওয়া লিংকে ক্লিক করা থেকে বিরত থাকারও পরামর্শও দিয়েছে সংস্থাটি।

সূত্র: নিউজ ১৮ ডটকম