ফেসবুকে ভুয়া বিজ্ঞাপন দিয়ে ম্যালওয়্যার ছড়াচ্ছে সাইবার অপরাধীরা

ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুকে ম্যালওয়্যার হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরাছবি: রয়টার্স

ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) টুল বিনা মূল্যে ব্যবহারের প্রলোভন দেখিয়ে ভুয়া বিজ্ঞাপন প্রচার করছে সাইবার অপরাধীরা। বিজ্ঞাপনে ‘এআই ফটো এডিটিং’ টুল বিনা মূল্যে ব্যবহারের প্রলোভন দেখানোয় অনেকেই এআই টুলটি নামাতে আগ্রহী হন। বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত লিংকে ক্লিক করলেই কম্পিউটার বা স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য চুরি করার পাশাপাশি ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে জানিয়েছে ট্রেন্ড মাইক্রো।

ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা এআই ফটো এডিটিং টুলটি বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বলে বিজ্ঞাপন প্রচার করছে। এসব বিজ্ঞাপনে যুক্ত থাকা ম্যালওয়্যার কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ফেসবুক পেজ হ্যাক করে বিভিন্ন ধরনের প্রতারণা কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। শুধু তা–ই নয়, হ্যাক করা ফেসবুক পেজ থেকে ক্ষতিকর পোস্টও ছড়িয়ে দিচ্ছে তারা।

আরও পড়ুন

ম্যালওয়্যারের মাধ্যমে অন্যদের ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেই পেজটির মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রি করার পাশাপাশি এআই ফটো এডিটিং টুল নামানোর বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে সাইবার অপরাধীরা। ফলে অনেকেই বিভ্রান্ত হয়ে বিজ্ঞাপনটিতে ক্লিক করে প্রতারিত হচ্ছেন।

আরও পড়ুন

ম্যালওয়্যার হামলা থেকে নিরাপদ থাকতে সন্দেহজনক ফেসবুকে বিজ্ঞাপনে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে প্রদর্শন করা ছবি সম্পাদনার এআই টুল নামানোর ক্ষেত্রেও সচেতন থাকতে বলেছেন তাঁরা।  

সূত্র: ম্যাশেবল