অ্যান্ড্রয়েডে থাকা নিরাপত্তা ত্রুটির বিষয়ে সতর্ক করল গুগল, নিরাপদ থাকবেন যেভাবে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছেছবি: রয়টার্স

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা একাধিক নিরাপত্তা ত্রুটির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগল। নিরাপত্তা ত্রুটিগুলো কাজে অ্যান্ড্রয়েড ১২ থেকে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে দূর থেকে হামলা করতে পারে সাইবার অপরাধীরা। এর ফলে স্মার্টফোনে থাকা ব্যক্তিগত ফাইল বা তথ্য চুরির আশঙ্কা রয়েছে।

গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েডের সিস্টেম কম্পোনেন্টে থাকা নিরাপত্তা ত্রুটিগুলো বেশ ভয়ংকর। আর তাই ত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে যে কোনো স্মার্টফোনে গোপনে ক্ষতিকর কোড যুক্ত করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীদের অজান্তেই ফোনের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।

অ্যান্ড্রয়েডের সিস্টেম কম্পোনেন্টে থাকা নিরাপত্তা ত্রুটিগুলো শনাক্তের পরপরই জানুয়ারি মাসে নতুন নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে গুগল। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত নিরাপত্তা প্যাচটি সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: নিউজ১৮ ডটকম