সাবধান, গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

সার্চ ইঞ্জিনে ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপন প্রচার করছে সাইবার অপরাধীরারয়টার্স

গুগল সার্চ ইঞ্জিনে থাকা বিভিন্ন বিজ্ঞাপনে ‘বাম্বলবি’ নামের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউরওয়ার্কস। প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, গুগল সার্চ ইঞ্জিনে থাকা ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যারটি প্রবেশ করে। এরপর গোপনে ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্যসহ গুরুত্বপূর্ণ ফাইল, ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন

সিকিউরওয়ার্কসের তথ্যমতে, ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপনগুলোয় সাধারণত চ্যাটজিপিটি, জুম সফটওয়্যারসহ জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যার ডাউনলোডের প্রলোভন দেখানো হয়। সেসব বিজ্ঞাপনে ক্লিক করলেই বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি ওয়েবসাইট চালু হয়। ভুয়া ওয়েবসাইটগুলোয় থাকা সফটওয়্যার ডাউনলোডের লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে।

আরও পড়ুন

সিকিউরওয়ার্কসের পরিচালক মাইক ম্যাকলেলান জানিয়েছেন, গুগল সার্চ ইঞ্জিনে থাকা মাত্র এক শতাংশ বিজ্ঞাপনে এ ধরনের ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। ম্যালওয়্যারের আক্রমণ থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের সফটওয়্যার নির্মাতা বা বিভিন্ন প্রতিষ্ঠানের মূল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
সূত্র: টেকরাডার

আরও পড়ুন