সুপার মারিও গেমের মাধ্যমে উইন্ডোজ কম্পিউটারে সাইবার হামলা

গেমারদের লক্ষ্য করে সাইবার আক্রমণ চালাচ্ছে হ্যাকাররা। জনপ্রিয় গেম ‘সুপার মারিও থ্রি: মারিও ফরএভার’-এ ট্রোজান ইনস্টল করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটারের দখল নিচ্ছে হ্যাকাররা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবিল এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, এ গেমের ব্যবহারকারী অনেক। তাঁরা সাধারণত বৈধ সফটওয়্যার হিসেবে গেম ইনস্টল করেন। এ সুযোগ কাজে লাগাচ্ছে হ্যাকাররা।

সাইবিল বলছে, গেমের আকার বড় এবং ইনস্টল–প্রক্রিয়া জটিল হওয়ায় এ সুযোগ কাজে লাগিয়ে হ্যাকাররা ম্যালওয়্যার গোপনে গেমের সফটওয়্যারের মধ্যে রাখতে সক্ষম হয়। গেম ইনস্টল করা হলে ম্যালওয়্যারটি যন্ত্রে বিতরণ করা হয়। ফলে হ্যাকাররা সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয় এবং মুক্তিপণ (র‍্যানসামওয়্যার) হামলা চালাতে পারে।

‘সুপার মারিও থ্রি: মারিও ফরএভার’ ২০০৩ সালে চালু হওয়া ক্ল্যাসিক নিনটেনডো গেমের একটি বিনা মূল্যের সংস্করণ। গবেষকেরা বলছেন, হ্যাকাররা ‘সুপার মারিও থ্রি: মারিও ফরএভার’–এর ইনস্টলারের একটি অনুলিপি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফোরামে প্রচার করছে। অনুলিপি সংস্করণের গেমটি ইনস্টল করলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটার সংক্রমিত হয়। আর সেটির দখল নেয় সাইবার অপরাধীরা।

গেম ইনস্টল হয়ে গেলে তিনটি আলাদা ম্যালওয়্যার যুক্ত করে হ্যাকাররা। এসব ম্যালওয়্যার দিয়ে হ্যাকারের নির্দেশনা অনুযায়ী ব্যবহারকারীর কম্পিউটার থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়। সাধারণত ওয়েব ব্রাউজারে থাকা তথ্য, পাসওয়ার্ড, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের তথ্য, বিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ড ও ইউজার নেম হাতিয়ে নেয় হ্যাকাররা। এমনকি এ ম্যালওয়্যার উইন্ডোজ ডিফেন্ডারকে এড়িয়েও হ্যাকিং কার্যক্রম চালাতে সক্ষম।

‘সুপার মারিও থ্রি: মারিও ফরএভার’ গেমটি ইনস্টল করার পর কম্পিউটার স্ক্যান করার পরামর্শ দিচ্ছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটি। কোনো ম্যালওয়্যার শনাক্ত হলে, তা তৎক্ষণাৎ মুছে ফেলে কম্পিউটার ও ব্রাউজারের বিভিন্ন পাসওয়ার্ড পরিবর্তন করার কথাও বলছে সাইবিল। এ ছাড়া গেম বা ইনস্টল অফিশিয়াল ওয়েবসাইট থেকে নামানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: গ্যাজেটস নাউ