ক্রোম ব্রাউজারে থাকা দুই দশকের পুরোনো গোপনীয়তা দুর্বলতার সমাধান করছে গুগল
জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে ক্রোম ব্রাউজার। ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগই গুগলের তৈরি ব্রাউজারটি নিয়মিত ব্যবহার করেন। কিন্তু জনপ্রিয় ব্রাউজারটিতে ২০ বছরের বেশি সময় ধরে একটি গোপনীয়তা দুর্বলতা থাকলেও তা সমাধান করেনি গুগল। অবশেষে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণে গোপনীয়তা দুর্বলতাটির সমাধান করতে যাচ্ছে গুগল।
জানা গেছে, ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করলেই ‘ভিজিটেড’ লিংক আলাদা রঙে দেখা যায়। এর ফলে সিএসএস সিলেক্টরের সাহায্যে ব্যবহারকারীরা আগে কোন কোন লিংকে ক্লিক করেছেন, তা চাইলেই শনাক্ত করা সম্ভব। শুধু তা–ই নয়, এই গোপনীয়তা দুর্বলতা কাজে লাগিয়ে তথ্য চুরি, নজরদারি বা ফিশিং হামলাও চালানো যায়।
ক্রোম ব্রাউজারে থাকা দুই দশকের পুরোনো এই গোপনীয়তা দুর্বলতার সমাধান করতে নতুন সংস্করণের ক্রোম ব্রাউজারে ‘ট্রিপল কি পার্টিশনিং’ নামের নিরাপত্তাব্যবস্থা চালু করছে গুগল। নতুন এ নিরাপত্তাব্যবস্থা অনলাইনে কোনো লিংকে ক্লিক করার তথ্য তিনটি স্তরে আলাদাভাবে সংরক্ষণ করবে। এর ফলে ভিজিট করা ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের ক্লিক করা লিংকের তথ্য জানতে পারবে না।
নতুন নিরাপত্তাব্যবস্থা এরই মধ্যে পরীক্ষামূলকভাবে গুগল ক্রোমের বিভিন্ন সংস্করণে চালু করা হয়েছে। গুগল জানিয়েছে, নতুন আসতে যাওয়া গুগল ক্রোমের ১৩৬তম সংস্করণে নিরাপত্তাব্যবস্থাটি যুক্ত করা হবে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ক্লিক করা লিংকের তথ্য নিরাপদ থাকবে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার