ক্রোম ব্রাউজারের কুকিজ চুরি ঠেকাতে নতুন সুবিধা আসছে
ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন ব্রাউজারও নিয়মিত ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংরক্ষণ করে থাকে, যা কুকিজ নামে পরিচিত। কুকিজে থাকা তথ্য কাজে লাগিয়ে পরবর্তী সময়ে নির্দিষ্ট ব্যবহারকারীর উপযোগী কনটেন্ট বা বিজ্ঞাপন দেখিয়ে থাকে ব্রাউজারগুলো। কিন্তু বিভিন্ন ব্রাউজারের কুকিজ চুরি করে ব্যবহারকারীদের লগইন করা বিভিন্ন অ্যাকাউন্টে প্রবেশের পাশাপাশি বিভিন্ন তথ্য চুরি করছে একদল সাইবার অপরাধী। আর তাই ব্যবহারকারীদের নিরাপদ রাখতে ক্রোম ব্রাউজারে নতুন নিরাপত্তাসুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল।
গুগল জানিয়েছে, ক্রোম ব্রাউজারের কুকিজ চুরি ঠেকাতে ডিভাইস বাউন্ড সেশন ক্রেডেনশিয়ালস বা ডিবিএসসি নামের নিরাপত্তাসুবিধা যুক্ত করা হবে। এ সুবিধা চালু হলে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল (টিপিএম) প্রযুক্তির মাধ্যমে ব্রাউজারের কুকিজে থাকা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্তকরণের সব তথ্য কম্পিউটারে সংরক্ষণ করা হবে। এসব তথ্য ডিজিটাল কি বা চাবির মাধ্যমে ব্যবহার করা হবে। এর ফলে ব্রাউজার থেকে কুকিজ চুরি হলেও সেগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীদের লগইন করা কোনো অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে না; অর্থাৎ গোপনে কুকিজ সংগ্রহ করলেও সেগুলো কোনো কাজে আসবে না। আর তাই কুকিজ সংগ্রহের মাধ্যমে সাইবার অপরাধের পরিমাণ কমবে।
বর্তমানে ডিভাইস বাউন্ড সেশন ক্রেডেনশিয়লস সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে ক্রোম ব্রাউজারের নতুন পরীক্ষামূলক সংস্করণের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন। উইন্ডোজের পাশাপাশি লিনাক্স ও ম্যাকওএস অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে এ সুবিধা ব্যবহার করা যাবে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার