আইফোন অন্যের চার্জার দিয়ে চার্জ করেন? হতে পারে যে বিপদ
ব্যস্ততার কারণে সময়মতো ফোনে চার্জ দিতে পারেন না অনেকে। আশপাশে থাকা ব্যক্তি, বিমানবন্দর, শপিং মল বা হোটেলে থাকা চার্জার স্টেশনের মাধ্যমে ফোন চার্জ করেন কেউ কেউ। তবে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের চার্জার ব্যবহার করলে আইফোনে থাকা সব তথ্য সাইবার অপরাধীদের দখলে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রায়ান মন্টগোমারি। তাঁর মতে, অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে থাকা আইফোন চার্জারের ভেতর গোপনে তথ্য চুরি করতে সক্ষম কেব্ল লুকিয়ে থাকতে পারে।
সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে মন্টগোমারি দেখিয়েছেন, কীভাবে সাধারণ আইফোন চার্জারের আদলে তৈরি বিশেষ ধরনের চার্জারের সঙ্গে থাকা ‘ওডটএমজি কেব্ল’ গোপনে হ্যাকারদের দূর থেকে আইফোন নিয়ন্ত্রণের সুযোগ করে দেয়। ওডটএমজি কেব্লটিতে ইউএসবি এবং ওয়াই-ফাই সংযোগের সুবিধা থাকায় আইফোনের সঙ্গে যুক্ত করলেই পাসওয়ার্ডসহ বিভিন্ন তথ্য চলে যায় হ্যাকারদের দখলে। শুধু তা–ই নয়, কেব্লটির মাধ্যমে আইফোনে ম্যালওয়্যারও প্রবেশ করানো সম্ভব।
দেখতে সাধারণ চার্জারের মতো হলেও ওডটএমজি কেব্লযুক্ত চার্জারটি মূলত একটি পূর্ণাঙ্গ হ্যাকিং টুল। সাইবার নিরাপত্তা গবেষণার জন্য তৈরি করা হলেও বর্তমানে বাজারে কিনতে পাওয়া যায় ওডটএমজি কেব্লযুক্ত চার্জারটি। এর নির্মাতা মাইক গ্রোভার জানিয়েছেন, ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকলে ওডটএমজি কেব্লের মাধ্যমে ৩০০ ফুট দূর থেকেও আইফোনের তথ্য সংগ্রহ করা সম্ভব।
বিভিন্ন প্রতিষ্ঠান বা লোকসমাগমে বসানো চার্জিং স্টেশনগুলোয় সাধারণ ইউএসবি ডেটা কেব্লের মাধ্যমে আইফোন চার্জ করতে হয়। অনেকেই কেব্লের এক প্রান্ত আইফোনে যুক্ত করে চার্জ করেন। এর ফলে চার্জের সমস্যা মিটলেও আইফোনের সব তথ্য হ্যাকারদের দখলে চলে যেতে পারে। আর তাই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের চার্জারের পাশাপাশি অন্য কারও কেনা চার্জার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আইফোন ব্যবহারকারীদের।
সূত্র: ডেইলি মেইল