অনলাইনে ভুয়া ব্র্যাড পিটের সঙ্গে প্রেম করে প্রায় সাড়ে ৪ কোটি টাকা খোয়ালেন দুই নারী
হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিটের নামে অনলাইনে প্রেম করে স্পেনের দুই নারীর কাছ থেকে ৩ লাখ ৬৪ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ৩৭ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে) হাতিয়ে নিয়েছে একদল প্রতারক। প্রতারিত নারীদের অভিযোগের ভিত্তিতে ব্র্যাড পিটের নাম ও পরিচয় ব্যবহার করে অনলাইনে প্রতারণার সঙ্গে যুক্ত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ।
পুলিশের তথ্যমতে, প্রতারণার জন্য প্রথমে ব্র্যাড পিটের নারী ভক্তদের অনলাইন প্ল্যাটফর্ম নজরদারি করা হতো। এরপর তাঁদের আবেগ পর্যালোচনা করে ব্র্যাড পিটের পরিচয়ে পাঠানো হতো হোয়াটসঅ্যাপে বার্তা বা ই–মেইল। এরপর ধীরে ধীরে প্রেমের অভিনয় করে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার জন্য পরামর্শ দেওয়া হতো। ব্র্যাড পিটের প্রেমে পড়ে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে প্রতারিত হতেন নারীরা।
জানা গেছে, অনলাইনে ভুয়া ব্র্যাড পিটের সঙ্গে প্রেম করে প্রতারণার শিকার হওয়া দুই নারীর বয়সই ৬০ বছর। তাঁদের প্রথমে ব্র্যাড পিটের নাম-পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের রোমান্টিক বার্তা পাঠানো হয়। এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয়। হাতে লেখা চিঠিও পাঠান নকল ব্র্যাড পিট। চিঠিতে লেখা ছিল, ‘তোমার জন্য আমার ভালোবাসা সত্য। আমি হৃদয় দিয়ে ভালোবাসি। এটা আমার আজীবনের অনুভূতি। দয়া করে আমাকে ক্ষমা করে আমাকে গ্রহণ করো। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, ব্র্যাড পিট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। তাই কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নেই ব্র্যাড পিটের। এ সুযোগ কাজে লাগিয়েই ব্র্যাড পিটের নাম ও পরিচয় ব্যবহার করে তাঁর ভক্তদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন প্রতারকেরা।
সূত্র: টাইম