থ্রেডস কি টুইটারের চেয়ে বেশি আয় করবে
খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের আদলে তৈরি মেটার অ্যাপ থ্রেডস উন্মুক্ত করে প্রকাশ্যেই দ্বন্দ্বে জড়ালেন মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক। তাঁদের টুইট পোস্টেও এ আভাস মিলেছে। প্রায় ১১ বছর পর টুইটারে একটি মিম পোস্ট করেছেন জাকারবার্গ।
মিমে দুজন স্পাইডারম্যানকে আঙুল তাক করে পরস্পরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। আর ইলন মাস্ক থ্রেডস চালুর বিষয়ে টুইট বার্তায় সরাসরি বলেছেন, প্রতিযোগিতা মানা যায় কিন্তু প্রতারণা নয়। এমনকি থ্রেডসের বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছে টুইটার।
কিন্তু বিশ্লেষকেরা সামনে আনছেন থ্রেডসের আয়ের সুযোগ ও সম্ভাবনা। তাঁদের মতে, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মিলিয়ে মেটার ৩০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। এর সঙ্গে থ্রেডস যোগ হওয়ায় বিজ্ঞাপন থেকে তাদের আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হলো।
বিজ্ঞাপনী আয় থেকে থ্রেডস ভালো অবস্থানে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত বছর মেটা বিজ্ঞাপন থেকে ১১ হাজার ৭০০ কোটি (১১৭ বিলিয়ন) মার্কিন ডলারের বেশি আয় করেছে। এ ছাড়া বিজ্ঞাপন থেকে আয়ের ক্ষেত্রে মেটার অনেক রেকর্ডও রয়েছে। এদিকে ইলন মাস্ক টেসলার জন্য বিজ্ঞাপন দেওয়াকে এত দিন নিরুৎসাহিত করে এসেছেন। এ ছাড়া টুইটারে অর্থায়নের জন্য বিকল্প উপায়ও খুঁজছেন মাস্ক। এমনকি মালিকানা নেওয়ার পর টুইটারের বিজ্ঞাপন–নির্ভরতা নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছিলেন।
মার্ক জাকারবার্গ অবশ্য বলছেন, প্রাথমিকভাবে থ্রেডসে কোনো বিজ্ঞাপন থাকবে না। তিনি বলছেন, ‘আমাদের অন্য পণ্যের মতোই থ্রেডসে একই দৃষ্টিভঙ্গি থাকবে। প্রথমে পণ্যটিকে ভালোভাবে কাজ করার সুযোগ করে দেওয়া হবে। এরপর আমরা আয়ের বিষয়টি নিয়ে ভাবব।’
কিব্যাংক ক্যাপিটাল মার্কেটসের ইকুইটি গবেষক জাস্টিন প্যাটারসন বলছেন, মেটার সামগ্রিক আয়ে থ্রেডসের বিজ্ঞাপন ১ থেকে ৫ শতাংশ রাজস্ব যোগ করতে পারে। সব থেকে ভালো পরিস্থিতিতে অর্থের হিসাবে তা ৬০০ কোটিন মার্কিন ডলারের বেশি হতে পারে।
তবে টুইটারের তুলনায় প্যাটারসনের এ বিশ্লেষণ অনুযায়ী আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য দূরত্ব থাকছে মেটার। ইলন মাস্ক মালিকানা নেওয়ার আগে ২০২১ সালে টুইটারের বিজ্ঞাপনী আয় ছিল ৪৫০ কোটি মার্কিন ডলার। অবশ্য অ্যাপল কম্পিউটারের মতো প্রতিষ্ঠান এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার গোপনীয়তা নীতির কারণে মেটার বিজ্ঞাপনী আয়ে প্রভাব পড়েছে। এ ছাড়া সম্প্রতি কানাডায় স্থানীয় সংবাদ প্রদর্শন সীমিত করার পদক্ষেপ নিয়েছে মেটা।
তবে মাধ্যম হিসেবে থ্রেডস কেমন হবে, কিংবা এর জনপ্রিয় হওয়ার সঙ্গেও বিজ্ঞাপনী আয়ের সম্পর্ক রয়েছে। প্রকাশিত হওয়ার পরপরই থ্রেডসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে টুইটার। আবার নানা জটিলতায় অনেকেই দীর্ঘদিন ধরে টুইটারের বিকল্প একটি অ্যাপ খুঁজছিলেন।