নতুন এআই টুলের নমুনা দেখাল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে মেটা

নিজেদের পণ্যে যুক্ত হতে যাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক টুল কর্মীদের দেখিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বাস্তবায়নাধীন এসব এআই টুলের মধ্যে রয়েছে চ্যাটজিপিটির মতো চ্যাটবট, যা মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে যুক্ত হবে। নতুন যুক্ত হতে যাওয়া এআই টুলের মধ্যে ইনস্টাগ্রামে লিখিত প্রম্পট থেকে ছবির পরিবর্তন সুবিধা দেখিয়েছে মেটা। এ ছাড়া মেসেজ লেখার ক্ষেত্রে লিখিত প্রম্পট থেকে ইমোজিও তৈরি হবে। এখন ইনস্টাগ্রামে ছবির জন্য বিভিন্ন ফিল্টার ব্যবহার করা যায়।

হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে নতুন এআই টুল যোগ করতে যাচ্ছে মেটা। লিখে লিখে এআইয়ের তৈরি স্টিকারও মেসেঞ্জারে ব্যবহার করা যাবে। এআই টুল ব্যবহার করে ছবির অনুপাত পরিবর্তন কিংবা ছবিকে পেইন্টিং হিসেবে রূপান্তর করা যাবে। মেটার এআইয়ের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আল দাহলে বলছেন, এআইয়ের মাধ্যমে স্টিকার তৈরির ফলে ব্যবহারকারী আরও প্রাসঙ্গিক এবং নিজস্ব চিন্তা ও সাংস্কৃতিক উপাদান প্রকাশের অসীম সুযোগ পাবেন। অবশ্যই এআই দিয়ে স্টিকার তৈরি ক্ষুদ্র একটি অংশ মাত্র।

এ ছাড়া নিজেদের কর্মীদের সহযোগী হিসেবে মেটামেট নামে একটি এআই সেবা চালু করবে মেটা। মেটামেট কর্মীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেওয়ার পাশাপাশি নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারবে। মেটার প্রধান মার্ক জাকারবার্গ বলছেন, ‘গত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার দিয়ে কাজ সম্পাদনার অভাবনীয় সাফল্য দেখেছি। এ প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমাদের প্রতিটি সেবা বা পণ্যে যোগ করার জন্য আমাদের সুযোগ রয়েছে। কোটি ব্যবহারকারীর কাছে নতুন এ সুবিধাগুলোকে নতুন উপায়ে সামনে এনে আমরা গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকা পালন করতে যাচ্ছি।’
সূত্র: গ্যাজেটস নাউ