১০ লাখ ডলার পুরস্কার দেবেন ইলন মাস্ক, তবে...
বেশ কিছুদিন ধরেই টুইটারের টাইমলাইনে পোস্ট প্রদর্শন সঠিক নিয়মে করা হচ্ছে না বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা। অনেকের অভিযোগ, টুইটারে থাকা একাধিক বটনেটের কারণে নির্দিষ্ট অ্যাকাউন্টের তথ্য অন্য ব্যবহারকারীরা দেখতে পারছেন না। ফলে চাইলেই যেকোনো টুইটার অ্যাকাউন্টের পোস্টের ভিউ কমানো যায় খুদে ব্লগ লেখার সাইটটিতে। ব্যবহারকারীদের এ অভিযোগ বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। টুইটারে থাকা ক্ষতিকর কোনো বটনেটের সন্ধান দিতে পারলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি এক টুইটে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডাবডটএসএইচের গবেষক স্টিভেন টেই জানিয়েছেন, টুইটারে থাকা বটনেট অসংখ্য অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করছে। ফলে বটনেটের মাধ্যমে চাইলেই যেকোনো অ্যাকাউন্টের পোস্ট ব্লক করা যায়। এর মাধ্যমে টুইটারে নির্দিষ্ট ব্যবহারকারীর জনপ্রিয়তাও কমানো সম্ভব।
স্টিভেন টেইয়ের অভিযোগের বিষয়ে ইলন মাস্ক টুইটারে লিখেছেন, বটনেটগুলোর পেছনে কারা রয়েছে, দোষীদের সন্ধান দিতে পারলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।
সম্প্রতি টুইটার টাইমলাইনে নতুন সুবিধা যোগ করেছে। ফলে ব্যবহারকারী বের হওয়ার সময় শেষবার যে টাইমলাইনে ছিলেন, টুইটার তাঁকে সেটি মনে করিয়ে দেবে। অর্থাৎ ব্যবহারকারী যখন টুইটারে ঢুকবেন, তখন সর্বশেষ টাইমলাইনে পছন্দসই টুইট দেখতে পাবেন। কিন্তু বটনেটের কারণে টুইটার টাইমলাইনে অনুসরণ করা অ্যাকাউন্টের পোস্টগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না।
সূত্র: বিজনেস ইনসাইডার ও ইন্ডিয়া টাইমস