চীনা হ্যাকারদের আক্রমণ প্রতিহত করার দাবি করছে এফবিআই

হ্যাকিংছবি: সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে একদল হ্যাকার। তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ছদ্মবেশে আক্রমণ চালাচ্ছিল এবং কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই জানিয়েছে, তারা এই হ্যাকারদের সব নেটওয়ার্ক ও আক্রমণ প্রতিহত করেছে এবং এই আক্রমণ চীন সরকারের পরিচালিত।

‘ভোল্ট টাইফুন’ নামের এই হ্যাকার দল প্রথম আলোচনায় আসে গত বছরের মে মাসে। তখন মাইক্রোসফটের সাইবার নিরাপত্তা বিভাগ থেকে জানানো হয়েছিল, একদল শক্তিশালী হ্যাকার ২০২১ সাল থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আক্রমণ চালাচ্ছে। এই আক্রমণ ধরতে যুক্তরাষ্ট্রের বেগ পেতে হয়েছিল, কারণ নিজেদের বিভিন্ন উপায়ে লুকিয়ে রাখতে পারদর্শী ছিল এই হ্যাকাররা। প্রাথমিকভাবে তারা যুক্তরাষ্ট্রের ছোট ছোট কিছু প্রতিষ্ঠানের (এসওএইচও) নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর সেই প্রতিষ্ঠানগুলোকেই আবার নিজেদের আক্রমণে ব্যবহার করে। এভাবে যুক্তরাষ্ট্রের শতাধিক প্রতিষ্ঠান তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল।

এই হ্যাকারদের প্রাথমিক লক্ষ্য ছিল ওয়াই-ফাই রাউটার। তারা নেটগিয়ার ও সিসকোর দুর্বল রাউটারগুলোয় আক্রমণ চালাত এবং নিয়ন্ত্রণ নিয়ে নিত। আক্রান্ত বেশির ভাগ রাউটার ছিল পুরোনো মডেলের এবং এগুলোতে নতুন নিরাপত্তা হালনাগাদ আসা বন্ধ ছিল বলে যুক্তরাষ্ট্রের জাস্টিস বিভাগ থেকে জানানো হয়।

গত ৬ ডিসেম্বর থেকে এই হ্যাকারদের বিরুদ্ধে অভিযান শুরু করে এফবিআই। তাদের ধারণা, এই হ্যাকাররা বড় কোনো আক্রমণের পরিকল্পনা করছিল। তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল, যার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সাময়িক সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হতো।

এফবিআইয়ের পরিচালক অভিযোগ করেন, এই আক্রমণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিকল্পিতভাবে করা হয়েছে। তবে চীন জানিয়েছে, এতে তাদের কোনো হাত নেই। এ ধরনের সাইবার আক্রমণ সাধারণত যুক্তরাষ্ট্রই করে থাকে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার ডট কম