হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক ফোনকল থেকে সাবধান
বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত অডিও কল করে হোয়াটসঅ্যাপে। এসব স্প্যাম কলের কারণে মাঝেমধ্যে বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু তা-ই নয়, স্প্যাম কলের কারণে প্রতারণার শিকার হন অনেকে। সম্প্রতি আন্তর্জাতিক ফোনকলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করছেন একদল সাইবার অপরাধী।
খুদে ব্লগ লেখার সাইট টুইটারে বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অভিযোগ করেছেন, সম্প্রতি বিভিন্ন দেশের ফোন নম্বর কাজে লাগিয়ে অপরিচিত ব্যক্তিরা হোয়াটসঅ্যাপে অডিও কল করে বিভিন্ন ধরনের প্রতারণা করছে। এসব কলের নম্বর সাধারণত প্লাস৮৪, প্লাস৬২, প্লাস৬০ হয়ে থাকে। বিষয়টি জানতে পেরে অপরিচিত ব্যক্তিদের আন্তর্জাতিক ফোনকল গ্রহণ না করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ।
উল্লেখ্য, বর্তমানে পরিচিত বা অপরিচিত যেকোনো ব্যক্তিকে ব্লক করা যায় হোয়াটসঅ্যাপে। এ ছাড়া স্প্যাম কলের বিরুদ্ধে অভিযোগের সুযোগ মিলে থাকে। আর তাই সন্দেহজনক আন্তর্জাতিক ফোনকলের বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি নম্বরটি ব্লক করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
সূত্র: ইন্ডিয়া টুডে