ব্রাউজার এক্সটেনশন দিয়ে জিমেইলের তথ্য চুরি করছে হ্যাকাররা
ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন। আর তাই এবার বিভিন্ন কাজের প্রলোভনে ভুয়া ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের ই–মেইলের তথ্য চুরি করছে হ্যাকাররা। গুগল ক্রোম ও মাইক্রোসফট এজ ব্রাউজারের জন্য তৈরি এক্সটেনশনটি জিমেইলে বিনিময় করা ই–মেইলের ওপর নজরদারি করতে থাকে। গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান পেলে সেগুলো চুরি করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেয় এক্সটেনশনটি।
উত্তর কোরিয়ার হ্যাকারদের তৈরি ‘শার্পটং’ নামের এ ক্ষতিকর এক্সটেনশনটির সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ভোলেক্সিটি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির দাবি, শার্পটং এক্সটেনশনটি মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং দক্ষিণ কোরিয়ার হয়ে কাজ করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মীদের ই–মেইলে নজরদারিসহ বিভিন্ন তথ্য চুরি করে থাকে।
এক্সটেনশনটির মাধ্যমে গুগল ক্রোম ও মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহারকারী যেকোনো ব্যক্তির জিমেইলে নজরদারিসহ তথ্য চুরি করা সম্ভব। আর তাই ব্যবহারের আগে ব্রাউজারের এক্সটেনশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে।