২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্লে স্টোরের ৩৫ অ্যাপ ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে, জানে না গুগল

ম্যালওয়্যার প্রবেশ করাতে সক্ষম অ্যাপ দ্রুত মুছে ফেলতে হবেরয়টার্স

স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করাতে সক্ষম ৩৫টি অ্যাপের সন্ধান মিলেছে প্লে স্টোরে। অ্যাপগুলো নামালেই স্মার্টফোনে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করতে থাকে। এসব বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীর স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করে। ক্ষতিকর এসব অ্যাপের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডারের একদল গবেষক।

আরও পড়ুন

গুগলের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়া অ্যাপগুলো বিশ্বজুড়ে এরই মধ্যে প্রায় ২০ লাখবার নামানো হয়েছে। তাই ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞেরা। বিটডিফেন্ডারের গবেষকদের দাবি, প্লে স্টোরে ম্যালওয়্যার প্রবেশ করাতে সক্ষম অ্যাপগুলোর বিষয়ে গুগলকে সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি, বার্তার উত্তরও দেয়নি প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

বিটডিফেন্ডারের গবেষকেরা জানিয়েছেন, অ্যাপগুলোর মধ্যে বেশ কয়েকটি ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করাতে সক্ষম অ্যাপগুলোর মধ্যে ‘জিপিএস লোকেশন ম্যাপস’, ‘পারসোনালিটি চার্জিং শো’, ‘ইমেজ র‍্যাপ ক্যামেরা’ ও ‘অ্যানিমেটেড স্টিকার ফাইন্ডার’ অন্যতম। সব কটি অ্যাপই এক লাখবারের বেশি নামানো হয়েছে।

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞেরা জানিয়েছেন, ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।

সূত্র: জেডডিনেট

আরও পড়ুন