ক্রোম ব্রাউজারে ভয়ংকর ‘জিরো ডে’ নিরাপত্তাত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে

ক্রোম ব্রাউজাররয়টার্স

বছরজুড়ে ক্রোম ব্রাউজারের নিরাপত্তাত্রুটি নিয়ে বেশ সমস্যায় পড়েছে গুগল। সমস্যা সমাধানে কিছুদিন পরপরই একাধিক নিরাপত্তাত্রুটি সমাধান করে ব্রাউজারের নতুন সংস্করণ উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি। এবার ক্রোম ব্রাউজারে থাকা আরও একটি ‘জিরো ডে’ নিরাপত্তাত্রুটির সমাধান করে হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। পুরোনো সব সংস্করণে নিরাপত্তাত্রুটি থেকে যাওয়ায় ব্যবহারকারীদের দ্রুত ক্রোম ব্রাউজার হালনাগাদ করতে পরামর্শ দিয়েছে তারা। এ নিয়ে এ বছর মোট নয়টি জিরো ডে নিরাপত্তাত্রুটির সমাধান করল গুগল।

গুগলের তথ্যমতে, ক্রোম ব্রাউজারে থাকা সিভিই-২০২৪-৭৯৭১ ত্রুটিটি ভয়ংকর। ক্রোম ব্রাউজারের ভি৮ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে থাকা এ ত্রুটির কারণে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম চলা যন্ত্রে ক্রোম ব্রাউজার অকার্যকর করার পাশাপাশি দূর থেকে কোড যুক্ত করে তথ্য সংগ্রহ করা যায়। তাই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ১২৮.০.৬৬১৩.৮৪/৮৫ এবং ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ১২৮.০.৬৬১৩.৮৪ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাঁচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

আরও পড়ুন