স্ক্রিন শেয়ারের সময় নতুন নিরাপত্তা সুবিধা আনছে ক্রোম

ক্রোম ব্রাউজারে নতুন নিরাপত্তা সুবিধা চালু হচ্ছেরয়টার্স

অনলাইন সভা, ক্লাস বা ভিডিও কনফারেন্সের সময় নিজেদের ফোন বা কম্পিউটারের স্ক্রিন শেয়ার (পর্দা ভাগাভাগি) করে অন্যদের পাওয়ারপয়েন্ট উপস্থাপনাসহ বিভিন্ন ধরনের তথ্য দেখান অনেকেই। এর ফলে যেকোনো বিষয় খুব সহজেই অন্যদের বোঝানো যায়। তাই অনেকেই নিয়মিত বিভিন্ন অ্যাপ, সফটওয়্যার বা ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে নিজেদের ফোন বা কম্পিউটারের পর্দা দূরে থাকা অন্যদের দেখিয়ে থাকেন। তবে কখনো কখনো ফোন বা কম্পিউটারের পর্দা ভাগাভাগি করায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাঝুঁকিতে পড়ে। এ সমস্যা সমাধানে নতুন নিরাপত্তা সুবিধা আনতে কাজ করছে গুগল ক্রোম।

‘ক্রোম স্ক্রিন শেয়ারিং’এক্সটেনশন কাজে লাগিয়ে সহজেই ভিডিও কলের সময় নিজেদের যন্ত্রের স্ক্রিন শেয়ার করতে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালু হলে স্ক্রিন শেয়ারের সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের যন্ত্রের পর্দায় থাকা ক্রেডিট কার্ড, পাসওয়ার্ডসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য অন্যদের দেখাবে না ক্রোম ব্রাউজার। ফলে ফোন বা কম্পিউটারের পর্দায় অসতর্কভাবে ব্যক্তিগত বিভিন্ন তথ্য দেখা গেলেও অন্যরা তা জানতে পারবেন না।

আরও পড়ুন

ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ সুবিধা চালুর জন্য ক্রোম ব্রাউজারে পরীক্ষামূলকভাবে একটি পতাকা আইকন যুক্ত করা হবে। আইকনটিতে ক্লিক করলেই স্ক্রিন শেয়ারের সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত বিভিন্ন তথ্য গোপন রাখবে ক্রোম ব্রাউজার। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা এ সুবিধা আগামী মাসের মধ্যে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন