উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ত্রুটি সারাল মাইক্রোসফট
উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা দুটি জিরো ডে নিরাপত্তা ত্রুটির সমাধান করে সফটওয়্যার হালনাগাদ (নিরাপত্তা প্যাচ) উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ভয়ংকর এ ত্রুটি থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ হালনাগাদ করতেও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সিভিই-২০২২-৪৪৬৯৮ এবং সিভিই-৪৪৭১০ নামের ত্রুটিগুলো বেশ কিছুদিন আগে শনাক্ত হলেও দ্রুত সফটওয়্যার হালনাগাদ করতে পারেনি মাইক্রোসফট। এসব ত্রুটি কাজে লাগিয়ে উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে হ্যাকাররা। ফলে এরই মধ্যে উইন্ডোজে চলা কম্পিউটারে সাইবার হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।
সূত্র: ফোর্বস