ডোমেইন বিভ্রান্তি কি থ্রেডস ডটকম অ্যাপের ডাউনলোডের সংখ্যা বাড়িয়েছে
মেটা মালিকানাধীন থ্রেডস আসার পর তৈরি হয় বিভ্রান্তি। মেটার থ্রেডস অ্যাপ প্রকাশের আগেই আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান থ্রেডস ‘ডটকম’ ডোমেইন ব্যবহার করায় এ বিভ্রান্তি তৈরি হয়। সেই প্রযুক্তি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী রুশোর সাবেক কর্মস্থল মেটা হওয়ায় ওয়েবসাইটটি দেখে বিভ্রান্ত হন অনেকে। তখনই ধারণা করা হয়, থ্রেডস ডটকম ওয়েবসাইটে ব্যবহারকারীর সংখ্যা বাড়বে। এবার সেই ধারণাই সত্যি হলো।
৬ থেকে ১২ জুলাই এই কয়েক দিনে অ্যাপল স্টোর থেকে বিশ্বজুড়ে ৮ লাখ ৮০ হাজারের বেশি থ্রেডস ডটকমের অ্যাপ নামানো হয়েছে। ফলে সর্বোচ্চ ডাউনলোড করা আইওএস অ্যাপের তালিকায় ৫২-তে অবস্থান নেয় স্ল্যাকের বিকল্প থ্রেডস ডটকম। বিজনেস ক্যাটাগরিতে দখল করে তৃতীয় স্থান। জার্মানি, স্পেন আর ইতালি—এই তিন দেশ থেকে সবচেয়ে বেশি এই অ্যাপ নামানো হয়। অ্যান্ড্রয়েডেও একইভাবে বেড়েছে ডাউনলোডের সংখ্যা। এখন পর্যন্ত গুগল প্লে স্টোরে স্ল্যাকের বিকল্প থ্রেডস ডটকম অ্যাপের ডাউনলোড সংখ্যা দেখা যাচ্ছে ১০ লাখ। এসব তথ্য দিয়েছে ডেটা ডটএআই।
বলা হচ্ছে, নামে মিল থাকায় থ্রেডস ডটকম ওয়েবসাইটেও ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে। কারণ, ইন্টারনেট ব্যবহারকারীরা সাধারণত ডটকম ডোমেইন দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে থাকেন।
উল্লেখ্য, সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটে ডটকম ডোমেইন ব্যবহার করে। বিশ্বে ডটকমের সংখ্যা এবং এই ডোমেইনের চাহিদা বেশি। কিন্তু মেটার থ্রেডস অ্যাপের ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে ডটনেট ডোমেইন। কারণ, মেটার থ্রেডস আসার আগে থেকেই থ্রেডস প্রতিষ্ঠানটি ডটকম ডোমেইন ব্যবহার করছে। তাই মেটার আলোচিত থ্রেডসের ওয়েব ঠিকানা থ্রেডস ডটনেট। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান থ্রেডস ডটকম মূলত কর্মক্ষেত্রে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত সফটওয়্যার স্ল্যাকের আদলে সেবা দিয়ে থাকে। এরই মধ্যেই ১ কোটি ৫ লাখ ডলারের বিনিয়োগও পেয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: টেকক্রাঞ্চ