ফিলিস্তিনের পক্ষে মতামত মুছে ফেলার অভিযোগ, মেটা ও টিকটককে সতর্ক করবে মালয়েশিয়া

টিকটকরয়টার্স

ফিলিস্তিনপন্থীদের খুদে বার্তা মুছে ফেলায় মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম) ও টিকটককে সতর্ক করবে মালয়েশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রণ বিভাগ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী মাহমি ফাদজিল।

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, ‘এই অভিযোগ আমলে না নেওয়া হলে তাদের (মেটা ও টিকটক) বিরুদ্ধে মালয়েশিয়ার পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে।’

ফাহমি আরও জানান, বেশ কিছু গোষ্ঠী এ ব্যাপারে মালয়েশিয়ার সরকারকে অভিযোগ করেছে যে ফিলিস্তিনিদের সমর্থনে কোনো মতামত দেওয়া হলে তা টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে মুছে ফেলা হচ্ছে। কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আইডি মুছে ফেলার হুমকিও দেওয়া হয়েছে, যা পুরোপুরিভাবে মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী। স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার মালয়েশিয়ার জনগণের আছে। কতিপয় প্রতিষ্ঠান এই অধিকার ক্ষুণ্ন করতে পারবে না।

যদিও এ বিষয়ে মেটা থেকে এখনো কিছু জানানো হয়নি। টিকটকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে সামাজিক যোগাযোগমাধ্যমটি অপপ্রচার প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না, যা মালয়েশিয়ার আইনের পরিপন্থী। জবাবে টিকটক জানিয়েছে, তারা এ বিষয়টি খতিয়ে দেখবে এবং পর্যাপ্ত ব্যবস্থা নেবে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন