লিংকডইন ব্যবহারকারীদের তথ্য চুরি করছে হ্যাকাররা

লিংকডইনরয়টার্স

গোপনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে লিংকডইন ব্যবহারকারীদের তথ্য চুরি করছে হ্যাকাররা। পেশাজীবীদের জন্য তৈরি সামাজিক যোগাযোগের সাইটের বার্তা বিনিময় সুবিধা কাজে লাগিয়ে এ হামলা চালাচ্ছে তারা। সাইবার হামলা চালানোর জন্য প্রথমেই ব্যবহারকারীদের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ পাঠায় হ্যাকাররা। ব্যবহারকারীরা রাজি হলেই বার্তা বিনিময়ের সময় গোপনে ম্যালওয়্যারযুক্ত লিংক বা ফাইল পাঠানো হয়। লিংকে ক্লিক বা ফাইল খুললেই ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যারটি প্রবেশ করে তথ্য পাচার করতে থাকে।

আরও পড়ুন

লিংকডইনে সাইবার হামলার ঘটনা শনাক্ত করেছে ক্লাউডএসইকে। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি জানিয়েছে, পেশাজীবীদের সামাজিক যোগাযোগের সাইট হওয়ায় লিংকডইন ব্যবহারকারীরা সাধারণত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকেন। পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের পাঠানো বার্তা বিনিময়ের আমন্ত্রণও গ্রহণ করেন তাঁরা। এ সুযোগ কাজে লাগিয়ে বার্তা বিনিময়ের সময় গোপনে ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে হ্যাকাররা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্রেডিট কার্ড, ই–মেইলের পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সংগ্রহ করে হ্যাকারদের কাছে পাঠাতে পারে মেলওয়্যারটি।

আরও পড়ুন

হ্যাকারদের পাঠানো ফাইলগুলোর সাধারণত ১০০ মেগাবাইটের হয়ে থাকে। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পাঠানো লিংক বা আকারে বড় ফাইলে ক্লিক করার আগে প্রেরকের পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন