গুগল ম্যাপসে ভুয়া তথ্যের সন্ধান পেতে নতুন উদ্যোগ
যেকোনো অপরিচিত স্থানে স্বচ্ছন্দে যাওয়ার জন্য গুগল ম্যাপসের সাহায্য নেন অনেকেই। অনেক ক্ষেত্রে গন্তব্যের আশপাশে থাকা বিভিন্ন রেস্তোরাঁ বা বিভিন্ন প্রতিষ্ঠানের ছবি বা রিভিউ দেখার সুযোগ মিলে থাকে গুগল ম্যাপসে। ফলে অপরিচিত জায়গায় ভ্রমণের সময় সহজেই ভালোমানের রেস্তোরাঁ বা বিভিন্ন প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়। তবে গুগল ম্যাপসে ভুল তথ্য থাকলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। এ সমস্যা সমাধানে গুগল ম্যাপসে নতুন করে কোনো তথ্য, প্রতিষ্ঠানের নাম বা রিভিউ যুক্ত করলেই সেগুলোর সত্যতা যাচাই করার উদ্যোগ নিয়েছে গুগল।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, নতুন এ উদ্যোগের আওতায় গুগল ম্যাপসে থাকা সব প্রতিষ্ঠান বা রেস্তোরাঁর রিভিউ পর্যালোচনা করা হবে। বিশেষ করে একই ধরনের অনেক রিভিউ জমা হলে তা খতিয়ে দেখা হবে। ভুল বা অতিরঞ্জিত মনে হলে রিভিউগুলো মুছে ফেলার পাশাপাশি রিভিউ পোস্ট করা ব্যক্তিদের গুগল ম্যাপসে তথ্য যোগ করার সুযোগ সাময়িকভাবে বাতিলও করা হতে পারে।
গুগলের তথ্যমতে, গুগল ম্যাপসে সন্দেহজনক কোনো তথ্য থাকলেই তা বাতিল করা হবে। গুগল ম্যাপসে যাঁরা তথ্য যোগ করেন, তাঁদের জন্য এটি একটি সতর্কবার্তা। গুগল ম্যাপসের মাধ্যমে কেউ যাতে প্রতারিত না হন, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এ উদ্যোগের আওতায় গুগল ম্যাপসে থানা, জেলখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি বা তথ্য যোগ করা যাবে না। পাশাপাশি কেউ যাতে হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করতে না পারেন সে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে গুগল। শুধু তাই নয়, কোনো প্রতিষ্ঠানের ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি সহজে পরিবর্তন করা যাবে না।
সূত্র: গ্যাজেটস ৩৬০