টুইটারে মুছে ফেলা টুইট কেন দেখা যাচ্ছে
খুদে ব্লগ লেখার সাইট টুইটারে হঠাৎ করেই অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, মুছে ফেলা টুইট (টুইটারে দেওয়া বার্তা) আবার দেখা যাচ্ছে টুইটারে। কয়েক দিন ধরে এমন ঘটনা ঘটছে। ফলে বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
রিচার্ড মোরেল নামের এক টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, তিনি গত বছরের নভেম্বরে নিজের অ্যাকাউন্টে থাকা সব টুইট মুছে ফেললেও হঠাৎ করে সেগুলো টুইটারের ফিডে দেখা যাচ্ছে। পরিচিত প্রায় ৪০০ টুইটার ব্যবহারকারী একই সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানান তিনি।
ব্যবহারকারীদের মুছে ফেলা টুইট আবার দেখা গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি টুইটার। তবে টুইটারের সাবেক এক প্রকৌশলী জানিয়েছেন, সম্ভবত টুইটারের তথ্যভান্ডারে থাকা একাধিক সার্ভার পরিবর্তনের সময় কারিগরি ত্রুটির কারণে টুইটগুলো আবার নিউজ ফিডে দেখা যাচ্ছে।
গত মার্চে টুইটারে হঠাৎ করেই পোস্ট করা টুইট মুছে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন অনেক ব্যবহারকারী। তাঁদের অভিযোগ ছিল, পোস্ট করার পর স্বাভাবিকভাবে টুইটগুলো অন্য ব্যবহারকারীরা দেখেছেন। কিন্তু পরে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে গেছে। শুধু তা-ই নয়, মুছে যাওয়া টুইটগুলোর নিচে ‘দিস টুইট হ্যাজ বিন ডিলেটেড’ বার্তাও প্রদর্শন করা হয়েছে।
সূত্র: জেডডিনেট