গত বছর হ্যাকিংয়ের মুখে পড়েছিল ওপেনএআই, তখন কেন প্রকাশ করেনি তারা

হ্যাকিং আক্রমণের কথা চেপে যায় ওপেন এআইছবি: রয়টার্স

হাল আমলের আলোচিত চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। ২০২৩ সালে এই আলোচিত প্রযুক্তি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বার্তা আদান–প্রদান ব্যবস্থায় (মেসেজিং সিস্টেমে) অনুপ্রবেশ করেছিল এক হ্যাকার। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের ভাষ্যে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত প্রযুক্তির নকশা চুরির ঘটনা ঘটে তখন।

জানা গেছে, প্রতিষ্ঠানটির একটি ডিসকাশন ফোরামে অনুপ্রবেশ করেছিল হ্যাকার। সেখানে কর্মীরা ওপেনএআইয়ের তখনকার সর্বশেষ মডেল নিয়ে আলাপ করছিলেন। ৪ জুলাই প্রকাশিত প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হ্যাকার শুধু ডিসকাশন ফোরামে প্রবেশ করতে পেরেছিল। ওপেনএআইয়ের মূল সিস্টেমে প্রবেশ করতে পারেনি। তখন ওপেনএআইয়ের কর্তারা ধারণা করছিলেন, চীনা হ্যাকাররা হয়তো প্রতিষ্ঠানটির এআইবিষয়ক তথ্য চুরি করে মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবে।

ওপেনএআইয়ের কর্তারা গত বছরের এপ্রিলে উচ্চপর্যায়ের বৈঠকে কর্মী ও কোম্পানির পরিচালনা পর্ষদকে ঘটনা সম্পর্কে অবহিত করেছিলেন। তখন নির্বাহীরা গ্রাহক বা অংশীদারদের কোনো তথ্য চুরি না হওয়ায় বিষয়টি জনসমক্ষে প্রকাশ না করার সিদ্ধান্ত নেন। ওপেনএআই ঘটনাটিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করেননি তখন। হ্যাকার একক ব্যক্তি বলে বিষয়টি প্রকাশ করা হয়নি। শুধু তা–ই নয়, ওপেনএআই ঘটনা সম্পর্কে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকেও তেমন করে অবহিত করেনি। এরপর ওপেনএআই গত বছরের মে মাসে পাঁচটি গোপন প্রতারণামূলক কার্যকলাপের কথা প্রকাশ করে। প্রতারণার কাজে এআই মডেল ব্যবহারের বিষয় সম্পর্কে জানায়। ২০২৩ সালের মে মাসে এই নিয়ে কাজ করা ১৬টি প্রতিষ্ঠান প্রযুক্তি নিরাপদে বিকাশের জন্য কাজ করার ঘোষণা দিয়েছিল।
সূত্র: ইন্ডিয়া টাইমস ও ম্যাশেবল