বাংলাদেশে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু করল ওয়ানপ্লাস
নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তিপণ্য একই জায়গায় পরখ করার সুযোগ দিতে বাংলাদেশে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। ফ্ল্যাগশিপ স্টোরটিতে একটি ইন্টারেকটিভ জোন রয়েছে, যেখানে ক্রেতারা বাংলাদেশে তৈরি সব মডেলের ওয়ানপ্লাস ফোন দেখতে পারবেন। গত শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ফ্ল্যাগশিপ স্টোরটির উদ্বোধন করেন ওয়ানপ্লাস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মেঙ্ক ওয়াং। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ানপ্লাস বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্ল্যাগশিপ স্টোরটিতে ক্রেতারা সহজেই ওয়ানপ্লাসের সব পণ্য ব্যবহার করে কেনার সুযোগ পাবেন। উদ্বোধন উপলক্ষে ৩ অক্টোবর পর্যন্ত ওয়ানপ্লাসের নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে র্যাফেল ড্রয়ের মাধ্যমে নতুন ফোনসহ বিভিন্ন পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্ল্যাগশিপ স্টোরটি খোলা থাকবে।
ওয়ানপ্লাসের বাংলাদেশে তৈরি স্মার্টফোনের পাশাপাশি আমদানি করা সব স্মার্টফোনই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য ভান্ডারে নিবন্ধিত হওয়ায় ক্রেতারা স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। পণ্যের গুণগত মান নিশ্চিত এবং বিক্রয়োত্তর সেবা পেতে ক্রেতাদের বাংলাদেশে তৈরি ওয়ানপ্লাস স্মার্টফোন কেনার পরামর্শ দিয়েছে ওয়ানপ্লাস।