যুক্তরাষ্ট্রের পর কানাডায় মানুষের মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল ইলন মাস্কের নিউরালিংক

কানাডায় নিজেদের তৈরি ব্রেন চিপের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতি পেয়েছে নিউরালিংকছবি: রয়টার্স

দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করছে নিউরালিংক। এ জন্য ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির তারহীন চিপও তৈরি করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দুই ব্যক্তির মস্তিষ্কে নিজেদের তৈরি ব্রেন চিপ যুক্ত করে সফল হয়েছে নিউরালিংক। এবার যুক্তরাষ্ট্রের পর কানাডায় নিজেদের তৈরি ব্রেন চিপের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতি পেয়েছে নিউরালিংক।

নিউরালিংকের তৈরি বিসিআইএস প্রযুক্তিনির্ভর ব্রেন চিপটি মস্তিষ্ক থেকে কৃত্রিমভাবে সংকেত পাঠিয়ে কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে মনে মনে ভাবলেই কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এ অনুমোদনের ফলে কানাডায় নিজেদের তৈরি ব্রেন চিপটির কার্যকারিতা পরীক্ষা করতে পারবে নিউরালিংক।

আরও পড়ুন

নিউরালিংকের তথ্যমতে, ব্রেন চিপ প্রকল্পের মূল লক্ষ্য হলো কোয়াড্রিপ্লেজিয়া, অর্থাৎ চারটি অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত—এমন রোগীদের চিন্তার শক্তির মাধ্যমে বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণের ক্ষমতা পুনরুদ্ধার করা। কানাডায় ব্রেন চিপটি স্থাপনে সহযোগিতা করবে দেশটির ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হাসপাতাল। বিষয়টি স্বীকার করে ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হাসপাতাল জানিয়েছে, তাদের টরন্টো শাখা এই জটিল নিউরোসার্জিক্যাল অপারেশনের জন্য নির্বাচিত হয়েছে।

২০১৬ সালে ইলন মাস্ক নিউরালিংক প্রতিষ্ঠা করেন। নিউরালিংকের দাবি, তাদের তৈরি ব্রেন চিপ ভবিষ্যতে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চলাফেরা ও যোগাযোগের ক্ষমতা ফিরিয়ে আনতে এবং দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন
আরও পড়ুন