হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখা যাবে ফেসবুক-ইনস্টাগ্রামে
হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট যুক্তের সুযোগ চালু করতে যাচ্ছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস চাইলে নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি পোস্ট করা যাবে। এর ফলে আলাদা করে ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে নতুন স্ট্যাটাস পোস্ট করতে হবে না।
নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও অনুসরণ করা ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো ইনস্টাগ্রাম ও ফেসবুকে দেখা যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও নিজেদের বিভিন্ন স্ট্যাটাস বর্তমানের তুলনায় বেশিসংখ্যক ব্যক্তিকে দেখানোর সুযোগ পাবেন।
মেটার তথ্যমতে, নতুন এ সুবিধা চালুর জন্য মেটার অ্যাকাউন্ট সেন্টারের সঙ্গে হোয়াটসঅ্যাপের লিংক সংযুক্ত করার কাজ চলছে। এ কার্যক্রম শেষ হলে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করা যাবে। তবে এ সুবিধা চালু বা বন্ধের সুযোগও মিলবে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যে এ সুবিধা চালু হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে