কম্পিউটার নির্মাতা ন্যাথানিয়েল রচেস্টারের জন্ম

আইবিএম ৭০১ কম্পিউটারের প্রধান স্থপতি (চিফ আর্কিটেক্ট) ন্যাথানিয়েল (ন্যাথান) রচেস্টার জন্মগ্রহণ করেন। তিনি প্রথম অ্যাসেম্বলারের প্রোগ্রামার। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি ক্ষেত্রের বিকাশে সাহায্য করেছেন।

ন্যাথানিয়েল (ন্যাথান) রচেস্টারকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১৪ জানুয়ারি ১৯১৯
ন্যাথানিয়েল রচেস্টারের জন্ম
আইবিএম ৭০১ কম্পিউটারের প্রধান স্থপতি (চিফ আর্কিটেক্ট) ন্যাথানিয়েল (ন্যাথান) রচেস্টার জন্মগ্রহণ করেন। তিনি প্রথম অ্যাসেম্বলারের প্রোগ্রামার। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি ক্ষেত্রের বিকাশে সাহায্য করেছেন।
ন্যাথানিয়েল রচেস্টার ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের প্রথম বৈজ্ঞানিক কম্পিউটার আইবিএম ৭০১–এর প্রধান নির্মাতা ছিলেন। তিনি আইবিএম ৭০২ কম্পিউটারেরও নমুনা (প্রোটোটাইপ) তৈরি করেছিলেন। দুটি যন্ত্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইলেকট্রনিকস কম্পিউটারের উন্নয়ন ও গবেষণায় ভূমিকা রেখেছে।

১৯৪৮ সালের নভেম্বরে রচেস্টার আইবিএমে সহযোগী প্রকৌশলী হিসেবে যোগ দেন। তিনি সেখানে পরিকল্পনা দলের সমন্বয়ক হিসেবে প্রায়োগিক বিজ্ঞান বিভাগ গড়ে তোলেন। ১৯৬৭ সালে তিনি আইবিএম ফেলো হিসেবে স্বীকৃতি পান। ইলেকট্রনিক ডেটা প্রসেসিং যন্ত্র আইবিএম ৭০২ কম্পিউটারের স্থাপত্যশৈলী নির্মাণের জন্য রচেস্টারকে ১৯৮৪ সালে কম্পিউটার পাইওনিয়ার পুরস্কার দেওয়া হয়।
ন্যাথানিয়েল রচেস্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সৈনিক ও জমিজমার মধ্যস্থতাকারীও ছিলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টার শহরের নামকরণ হয়েছে ন্যাথানিয়েল রচেস্টারের নামে। ২০০১ সালের ৮ জুন রচেস্টার মারা যান।