ট্রাম্পের বাড়ির আঙিনায় ঘোরাফেরা করছে রোবট কুকুর, কারণ কী

বোস্টন ডায়নামিকসের তৈরি রোবট কুকুর ট্রাম্পের বাড়ির আঙিনায় ঘুরে ঘুরে নিরাপত্তা রক্ষায় কাজ করছেনিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকেন ফ্লোরিডার পাম বিচে অবস্থিত ‘মার-এ-লাগো’ বাসভবনে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই বাসভবনটির নিরাপত্তা জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে সম্প্রতি দেশটির গোয়েন্দা সংস্থা ট্রাম্পের বাড়ির আঙিনায় রোবট কুকুর মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের রোবোটিকস প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিকসের তৈরি রোবট কুকুর ট্রাম্পের বাড়ির আঙিনায় ঘুরে ঘুরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

ট্রাম্পের বাড়ির আঙিনায় রোবট কুকুরের টহল দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট। সেই  ভিডিওতে দেখা গেছে, ট্রাম্পের বাড়ির আঙিনার সবুজ ঘাসে ঢাকা লনে ঘুরে বেড়াচ্ছে রোবট কুকুর। গায়ে লেখা ‘ডু নট পেট’। দিনরাত নিরলসভাবে বাড়ির চারপাশ পাহারা দিচ্ছে রোবট কুকুরটি।

আরও পড়ুন

বোস্টন ডায়নামিকসের তথ্যমতে, ধাতব চার পা–যুক্ত রোবটটি সহজেই উঁচু-নিচু পথে চলতে পারে। উন্নত নজরদারি প্রযুক্তি থাকায় রোবট কুকুরটির মাধ্যমে সহজেই বিভিন্ন স্থাপনা পাহারা দেওয়া সম্ভব। তবে ট্রাম্পের বাড়ির আঙিনায় থাকা রোবটটির প্রযুক্তিগত দক্ষতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে নিরাপত্তার জন্য রোবট কুকুরের ব্যবহার ক্রমেই বাড়ছে। নিউইয়র্কের পুলিশ বিভাগ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানুষের বদলে এখন ডিজিডগ রোবট পাঠিয়ে থাকে। এমনকি গত বছর একটি পার্কিং গ্যারেজ ধসে পড়ার পর ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে বের করতেও ব্যবহার করা হয় রোবট কুকুর। ইউক্রেনের সামরিক বাহিনীও সীমান্তে নজরদারিকাজের জন্য রোবট কুকুর ব্যবহার করে থাকে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট, ইন্ডিয়া টুডে