এল অ্যাডোবি ফটোশপ

অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটারে ব্যবহারের জন্য বাজারে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ছাড়া হয়।

পৃথিবীর বেশ ব্যবহৃত সফটওয়্যারগুলোর একটি ফটোশপ। এর নির্মাতা অ্যাডোবিরয়টার্স

১৯ ফেব্রুয়ারি ১৯৯০
এল অ্যাডোবি ফটোশপ
শুধু অ্যাপল ম্যাকিনটোশ কম্পিউটারে ব্যবহারের জন্য বাজারে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ছাড়া হয়। আর এখন ছবি সম্পাদনা বা ছবির পরিবর্তন, মানোন্নয়নের সমার্থক শব্দ হয়ে উঠেছে ‘ফটোশপ’। বর্তমানে ম্যাক ওএস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম—দুটিতেই চলে ফটোশপ। ১৯৮৭ সালে টমাস নল ও জন নল ফটোশপ সফটওয়্যার সৃষ্টি করেন। সেই থেকে এখন পর্যন্ত ডিজিটাল শিল্পকলার পেশাদার কাজে ফটোশপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। এই সফটওয়্যারের নাম যেন ক্রিয়া পদে পরিণত হয়েছে। ‘ছবিটি ফটোশপ করুন’ বা ‘ফটোশপিং’ এখন ক্রিয়াপদ হিসেবেই ব্যবহার করা হয়।

ফটোশপের দুই স্রষ্টা টমাস নল ও জন নল
অ্যাডোবি সিস্টেম

অ্যাডোবি ইনকরপোরেটেড ফটোশপ সফটওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান। প্রথম দিকে সংখ্যা দিয়ে সংস্করণের নামকরণ করা হলেও ২০০২ সাল থেকে ‘ক্রিয়েটিভ স্যুট’ হিসেবে পরিচিত করাতে থাকে অ্যাডোবি। ফলে ফটোশপের সঙ্গে ‘সিএস’ যুক্ত হয়। সিএসের পরে সংখ্যাও যুক্ত করা হয়েছে।
ফটোশপের পাশাপাশি অ্যাডোবি ফটোশপ এলিমেন্টস, ফটোশপ লাইটরুম, ফটোশপ এক্সপ্রেস, ফটোশপ ফিক্স, অ্যাডোবি ইলাস্ট্রেটর ও ফটোশপ মিক্স সফটওয়্যার বাজারে ছেড়েছে। ২০১৯ সালে আইপ্যাডের জন্য পূর্ণ সংস্করণে ফটোশপ ছাড়ে অ্যাডোবি। গত ২৫ জানুয়ারি এই সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ফটোশপ ২৫.৪ বাজারে এসেছে।

অ্যালেন টুরিং
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

১৯ ফেব্রুয়ারি ১৯৪৬
স্বয়ংক্রিয় কম্পিউটার ইঞ্জিন নিয়ে অ্যালেন টুরিংয়ের উপস্থাপনা
ইংল্যান্ডের টেডিংটনে ন্যাশনাল ফিজিকাল ল্যাবরেটরির (এনপিএল) নির্বাহী পরিষদের সামনে স্বয়ংক্রিয় কম্পিউটিং ইঞ্জিনের (এসিই) গাণিতিক বিভাজনের উন্নয়ন নিয়ে প্রস্তাব তুলে ধরেন অ্যালেন টুরিং। উপস্থাপনের এক মাস পরেই এই গবেষণাপত্র এনপিএল অনুমোদন করে। ভন নিউম্যানের এডভ্যাক কম্পিউটারের ওপর করা প্রথম খসড়া প্রতিবেদনের ভিত্তিতে টুরিং এই গবেষণা করেছিলেন।  

কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

১৯ ফেব্রুয়ারি ১৯৭১
কম্পিউটারে থাকা ফাইল তল্লাশির জন্য প্রথম সমন জারি
কম্পিউটারে তথ্য সংরক্ষণের যন্ত্রাংশ (স্টোরেজ ডিভাইস) তল্লাশি করার প্রথম সমন জারি করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা—এফবিআই। যদিও এটি বাসাবাড়ি তল্লাশির সমনের মতোই ছিল। বিশেষ সাংকেতিক ব্যবস্থা বা এনক্রিপশনের মাধ্যমে কম্পিউটার ফাইলে থাকা তথ্য গোপন করার নতুন কৌশল তখন অনেকেই প্রয়োগ করতেন, তাই আইনপ্রয়োগকারী সংস্থার জন্য এ রকম সমন প্রয়োজনীয় হয়ে ওঠে।