অ্যাপের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা ও পুনর্বাসন–সুবিধা পাবেন আন্দোলনে আহতরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। কেউ আবার নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন, যা সমাধানে দ্রুত ফিজিওথেরাপি এবং মানসিক স্বাস্থ্যসেবাসহ দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। আর্থিকভাবে অসচ্ছল অনেকের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পুনর্বাসনও প্রয়োজন। আর তাই আন্দোলনে আহত ছাত্র-জনতাকে বিনা মূল্যে চিকিৎসা ও পুনর্বাসনসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) ও ফিজিও থেরাপি অ্যাসোসিয়েশন। ‘বাংলাএইড’ অ্যাপের মাধ্যমে আহত ব্যক্তিরা সহজেই প্রতিষ্ঠান দুটির চিকিৎসা ও পুনর্বাসন–সুবিধা পাবেন।

বাংলাএইড অ্যাপটি তৈরি করেছে টেক টেরেইন আইটি লিমিটেড। অ্যাপটির কার্যক্রম তুলে ধরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনিসুল হক প্রথম আলোকে বলেন, বাংলাএইড অ্যাপের মাধ্যমে আন্দোলনে আহত ব্যক্তিরা সহজেই সিআরপি ও ফিজিও থেরাপি অ্যাসোসিয়েশনের নির্বাচিত কেন্দ্রগুলোয় বিনা মূল্যে চিকিৎসা ও ও পুনর্বাসন–সুবিধা পাওয়ার জন্য নাম নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি চিকিৎসক দেখানোর সময়সূচি নির্ধারণ করা যাবে। আগামী শনিবার থেকে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালু হলেও আজ বুধবার থেকে অ্যাপটিতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

আনিসুল হক আরও বলেন, বাংলাএইড মূলত একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে রোগীরা তাঁদের কাছাকাছি থাকা সিআরপির পুনর্বাসনকেন্দ্রগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন। নাম নিবন্ধন, চিকিৎসক দেখানোর সময়সূচি নির্ধারণের পাশাপাশি চিকিৎসার অগ্রগতির প্রতিটি ধাপ অনলাইনে সংরক্ষণ করবে বাংলাএইড। ফলে রোগী এবং চিকিৎসকেরা যেকোনো সময় অনলাইনে চিকিৎসার বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রাথমিকভাবে বাংলাএইডের অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা গেলেও শিগগিরই আইওএস সংস্করণ উন্মুক্ত করা হবে।

নতুন এ উদ্যোগের আওতায় সিআরপির ১২টি সেন্টার থেকে চিকিৎসা এবং পুনর্বাসনসেবা পাওয়া যাবে। এ ছাড়া বাংলাদেশ ফিজিও থেরাপি অ্যাসোসিয়েশনের ৫০টি সেন্টার থেকে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক রোগীকে বিনা মূল্যে ফিজিওথেরাপি দেওয়া হবে। গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে বাংলাএইড অ্যাপটি।