নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির সুযোগ দিতে চালু হলো ‘উই হাটবাজার’

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরাসংগৃহীত

দেশের বিভিন্ন প্রান্তে থাকা ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য সহজে কেনার সুযোগ দিতে ‘উই হাটবাজার’ নামের অনলাইন মার্কেটপ্লেস চালু করেছে উইমেন অ্যান্ড ই-কমার্স (উই)। অনলাইন এ মার্কেটপ্লেসে বিদেশি পণ্যের বদলে ১০০ জন নারী উদ্যোক্তার তৈরি বিভিন্ন পণ্য কেনা যাবে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নারী উদ্যোক্তাদের সংগঠনটি।

উই হাটবাজার
স্ক্রিনশট

গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনলাইন মার্কেটপ্লেসটির উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার একজন মানুষকে কীভাবে বদলে দিতে পারে ‘উই’ তার উদাহরণ। নারীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে উই। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন খুব জরুরি। উই সেই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে।

সভাপতির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে প্রায় ৫০ শতাংশ নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও ৫ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আশা করছি, জুন মাস থেকেই এ কার্যক্রম শুরু হবে। নারী উদ্যোক্তাদের সুলভমূল্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারেরও ব্যবস্থা করা হবে। নগদের ডিজিটাল ব্যাংক চালু হলে বিনা জামানতে নারী ই-কমার্স উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে উই হাটবাজারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে উইয়ের প্রেসিডেন্ট এবং উই হাটবাজারের ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার বলেন, ৪র্থ শিল্পবিপ্লবের এই সময়ে ই–কমার্স খাতে দেশে ৪০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ই-কমার্স খাতে এক লাখ নারীর কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, উই হাটবাজারের চেয়ারম্যান জাহানুর কবির, বিশ্বব্যাংকের লিড কান্ট্রি ইকোনমিস্ট সোলায়মান কুলিবালি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ।