বিট–বাইট
সার্চ–সেবা উন্নত করছে জিমেইল
ব্যবহারকারীদের দ্রুত নির্দিষ্ট ই–মেইল বা গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে দিতে নিজেদের সার্চ–সেবা উন্নত করছে জিমেইল। নতুন এ উদ্যোগের আওতায় মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের যোগাযোগের তালিকায় থাকা ব্যক্তিদের ই–মেইল ঠিকানা ও নামের প্রথম অংশ অনুসন্ধান করে ফলাফল দেখাবে জিমেইল। প্রয়োজনীয় তথ্য না পেলেই শুধু নামের দ্বিতীয় অংশ অনুসন্ধান করবে গুগলের ই–মেইল সেবাটি। এ কারণে দ্রুত সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে চাইলে ই–মেইল ঠিকানার পাশাপাশি বিনিময় করা তথ্যও খুঁজে পাওয়া যাবে। সূত্র: দ্য ভার্জ
অপরিচিত অ্যাকাউন্টের পোস্ট দ্বিগুণ দেখাবে ফেসবুক
বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের তথ্য জানার পাশাপাশি অনুসরণ করা নির্দিষ্ট অ্যাকাউন্টের তথ্য ব্যবহারকারীদের নিউজ ফিডে নিয়মিত দেখিয়ে থাকে ফেসবুক। ফলে সহজেই পরিচিতদের বিভিন্ন তথ্য জানা যায়। কিন্তু অনেক ফেসবুক ব্যবহারকারীই পরিচিতদের গণ্ডি পেরিয়ে নতুন করে অন্য কারও সঙ্গে বন্ধুত্ব করেন না।
আর তাই আরও বেশি–সংখ্যক ব্যক্তিকে একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিতে অপরিচিত বা অনুসরণ না করা অ্যাকাউন্টের বিভিন্ন পোস্ট দেখিয়ে থাকে ফেসবুক। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, বর্তমানে ব্যবহারকারীদের নিউজ ফিডে প্রায় ১৫ শতাংশ অপরিচিত বা অনুসরণ না করা অ্যাকাউন্টের পোস্ট দেখানো হয়। এ বছরের মধ্যেই অপরিচিত অ্যাকাউন্টের পোস্ট দ্বিগুণ দেখাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম। সূত্র: দ্য ভার্জ
প্লেস্টেশন ভিআর ২ আনছে সনি
পরবর্তী প্রজন্মের ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) হেডসেট তৈরি করেছে সনি। প্লেস্টেশন–৫ গেমিং যন্ত্রে ব্যবহার উপযোগী হেডসেটটি কিনতে গুনতে হবে ৪৯৯ মার্কিন ডলার বা ৪৭ হাজার ১০০ টাকা (প্রায়)। এ বছরের শেষ নাগাদ হেডসেটটি বাজারে আনবে সনি। সূত্র: টেক রাডার