অ্যান্ড্রয়েডের যে সুবিধা আইওএসে যুক্ত করছে অ্যাপল

আইওএস ১৮অ্যাপল

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনে। আবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। তাই মাঝেমধ্যেই একে অপরের তৈরি বিভিন্ন সুবিধার আদলে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করে গুগল ও অ্যাপল। এরই ধারাবাহিকতায় এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আদলে ডিফল্ট অ্যাপ পরিবর্তনের সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে যুক্ত করতে যাচ্ছে অ্যাপল।

অ্যাপলের তথ্যমতে, আইওএস ১৮.২ সংস্করণে ডিফল্ট অ্যাপ পরিবর্তনের সুবিধা যুক্ত করা হবে। ফলে আইফোন ব্যবহারকারীরা প্রথমবারের মতো ডিফল্ট অ্যাপ পরিবর্তন করতে পারবেন। ডিসেম্বরে উন্মুক্ত হতে যাওয়া এই সংস্করণে অ্যাপলের তৈরি অ্যাপের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের অ্যাপ ও ব্রাউজারও ডিফল্ট হিসেবে ব্যবহার করা যাবে। প্রসঙ্গত, বর্তমানে শুধু অ্যাপলের তৈরি অ্যাপগুলো ডিফল্ট অ্যাপ হিসেবে আইফোনে ব্যবহার করা যায়।

আইওএস ১৮.২ হালনাগাদ সংস্করণে ব্যবহারকারীরা আইফোনের সেটিংস থেকে সহজেই নিজেদের পছন্দমতো অ্যাপ নির্বাচন করতে পারবেন। যেমন মেইল অ্যাপ ডিফল্ট হিসেবে জিমেইল ও ডিফল্ট ব্রাউজার হিসেবে সাফারির পরিবর্তে ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে। ডিফল্ট অ্যাপ পরিবর্তন ছাড়াও কি–বোর্ড কাস্টমাইজেশন, পাসওয়ার্ড ও কোড ব্যবস্থাপনা এবং কল ফিল্টারিং সুবিধা যুক্ত হতে পারে সংস্করণটিতে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, একচেটিয়া আধিপত্য কমানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপের কারণেই অ্যাপল নিজের ইকোসিস্টেমে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়ে আইফোন ১৫ সিরিজে ইউএসবি-সি চার্জিং পোর্ট যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এটি এখন অ্যাপলের নতুন মানদণ্ডে পরিণত হয়েছে। ডিফল্ট অ্যাপ পরিবর্তনের এ সুযোগ আইফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ করবে।
সূত্র: নিউজ ১৮ ডটকম