যেকোনো দিকে উড়বে এমন উড়ন্ত ট্যাক্সি আসছে
ব্ল্যাকবার্ড নামের নতুন একটি উড়ন্ত ট্যাক্সি নির্মাণ করা হচ্ছে। দূর থেকে এই উড়ন্ত ট্যাক্সিকে কাল্পনিক চরিত্র ব্যাটম্যানের ব্যাটকারের মতো মনে হবে। এই উড়ন্ত ট্যাক্সিতে নতুন ধরনের প্রপালশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যার কারণে এই ট্যাক্সি যেকোনো দিকে ঘুরতে পারে, যেকোনো দিকে চলতে পারে। সাইক্লোটেক নামের একটি প্রতিষ্ঠান অল-ইলেকট্রিক ফ্লাইং ভেহিকেল ব্ল্যাকবার্ড নির্মাণ করেছে। এই উড়ন্ত ট্যাক্সি নদীতে চলা টাগ বোটের মতো মোটর ব্যবহার করে যেকোনো দিকে চলতে পারে।
অভিনব প্রপালশন প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের আকাশে উড্ডয়নে সহায়তা করবে এই ট্যাক্সি। সাইক্লোটেক নামের একটি অস্ট্রিয়ান কোম্পানি উড়ন্ত গাড়ির নকশার কথা জানিয়েছে। নদীতে যে টাগবোট ও ফেরি ব্যবহার করা হয়, সেই নীতির ওপর ভিত্তি করে এই উড়ন্ত ট্যাক্সি নির্মাণ করা হবে। সাইক্লোটেকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা তাহসিন কার্ট জানান, এই উড়ন্ত ট্যাক্সিতে একটি বৃত্তাকার যন্ত্র ব্যবহার করা হচ্ছে, যার ভিতরে রয়েছে ছোট প্রপেলার ব্লেড। এই ব্লেড প্রপালশন ও স্টিয়ারিং উভয়ের জন্য ব্যবহার করা হচ্ছে।
এই যন্ত্রের কারণে উড়ন্ত ট্যাক্সি তার বায়ুর গতি ও দিক পরিবর্তন করতে পারে সহজেই। এই যন্ত্র উড়ন্ত ট্যাক্সিকে আরও বেশি নিয়ন্ত্রিত করতে সহায়তা করছে। বাতাসে বা অন্যান্য প্রতিকূল আবহাওয়ায় যেকোনো উড্ডয়নে যাত্রীদের বেশি স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য এই বিশেষ ধরনের রোটর ব্যবহার করা হচ্ছে।
বিশেষ এই উড়ন্ত ট্যাক্সি প্রচলিত নকশার বাইরে সরাসরি উড্ডয়ন করতে পারে। বর্তমানের নকশা করা মডেল সর্বাধিক ৭৫০ পাউন্ড ওজন উড্ডয়ন করতে পারে। আর সর্বোচ্চ ঘণ্টায় ১১৮ কিলোমিটার বেগে উড়তে পারে। ২০২৫ সালের শুরুর দিকে পূর্ণ আকারের একটি সংস্করণ ওড়ানোর লক্ষ্যে কাজ করছে নির্মাতা প্রতিষ্ঠান।
সূত্র: স্পেস ডটকম