দুর্ঘটনার জেরে ৯৫০ চালকবিহীন গাড়ি ফিরিয়ে নিচ্ছে ক্রুজ

ক্রুজের চালকবিহীন গাড়িরয়টার্স

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে পথচারীদের আহত করার ঘটনার জেরে নিজেদের তৈরি ৯৫০টি চালকবিহীন গাড়ি ফিরিয়ে নিচ্ছে জেনারেল মোটরসের মালিকানাধীন ক্রুজ। জেনারেল মোটরসের সেলফ ড্রাইভিং ইউনিট জানিয়েছে, শিগগিরই ক্রুজের তৈরি আরও চালকবিহীন গাড়ি ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

পথচারীদের আঘাত করার ঘটনায় গত অক্টোবরে ক্রুজের তৈরি চালকবিহীন গাড়ির বিরুদ্ধে তদন্তও শুরু করে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। নিয়ন্ত্রক সংস্থাটির অফিস অব ডিফেক্টস ইনভেস্টিগেশন থেকে বলা হয়, সানফ্রান্সিসকোতে চালকহীন গাড়ির পথচারীকে আহত করা নিয়ে তারা দুটি অভিযোগ পেয়েছে। দুটি অভিযোগেই বলা হয়েছে, পথচারীরা সবুজ ট্রাফিক-সংকেত পাওয়ার পর হাঁটছিলেন। একটি ঘটনা গত আগস্টে ঘটে। যেখানে গাড়িটি পথচারীকে ঘণ্টায় ১ দশমিক ৪ মাইল গতিতে থাকা অবস্থায় আঘাত করে। অপর দুর্ঘটনাটি ঘটে চলতি অক্টোবরে। যেখানে গাড়িটি সংকেত দিতে পারলেও সময়মতো থামতে পারেনি এবং পথচারীকে আঘাত করেছে। দুটি দুর্ঘটনাই ঘটেছে রাতে।

গতকাল বুধবার এনএইচটিএসএ জানিয়েছে, ক্রুজের অটোমেটেড ড্রাইভিং সিস্টেম সফটওয়্যারের ত্রুটির কারণেই দুর্ঘটনাগুলো ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে গাড়িগুলো ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রুজ কর্তৃপক্ষ। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় রোবোট্যাক্সি অপারেটর লাইসেন্স স্থগিত করায় গত মাসে চালকবিহীন গাড়ি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ক্রুজ। সবশেষ গত সোমবার ক্রুজ জানিয়েছ, চালকবিহীন গাড়ির উৎপাদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত আগস্টে ওয়েইমো ও ক্রুজের তৈরি চালকবিহীন গাড়িকে ২৪ ঘণ্টা গাড়ি চালানোর অনুমতি দেয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এর আগে শুধু রাতে ট্যাক্সি সার্ভিস হিসেবে এ প্রতিষ্ঠান দুটির গাড়ি চালানোর অনুমতি ছিল।

সূত্র: রয়টার্স