১০ মিনিটেই ৮০ শতাংশ চার্জ হবে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি
সবচেয়ে দ্রুতগতিতে চার্জ হতে সক্ষম বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির দাবি করেছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জিকর। প্রতিষ্ঠানটির দাবি, অন্য যেকোনো বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারির তুলনায় এই ব্যাটারি দ্রুত চার্জ করা সম্ভব। এর ফলে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও চীনের বিওয়াইডির গাড়িতে ব্যবহৃত ব্যাটারির তুলনায় দ্রুত চার্জ করা যাবে ব্যাটারিটি।
জিকরের তথ্যমতে, ফাস্ট চার্জিং স্টেশনের মাধ্যমে মাত্র ১০ মিনিটের মধ্যে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায় ব্যাটারিটি। আগামী সপ্তাহে বাজারে আসতে যাওয়া জিকর ২০২৫ ০০৭ গাড়িতে প্রথমবারের মতো নতুন এই ব্যাটারি ব্যবহার করা হবে। ঠান্ডা আবহাওয়াতেও এই ব্যাটারি দ্রুত চার্জ করা যায়। এমনকি মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রাতেও ৩০ মিনিটের কম সময়ে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয় এই ব্যাটারি।
নতুন ব্যাটারিটির বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান সিনো অটো ইনসাইটের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তু লি জানা, বৈদ্যুতিক গাড়ি খাতে এখন টেসলার চার্জ করার প্রযুক্তি আর শীর্ষে নেই। অনেক আগেই তাঁরা এ জায়গা হারিয়েছে। দ্রুততম সময়ে চার্জ করার জন্য ইভি ব্যাটারি আনার জন্য জিকরের দাবিটি নির্ভরযোগ্য হতে পারে। এমনকি এই ব্যাটারি দ্রুততম সময়ে চার্জিংয়ে শীর্ষস্থান না পেয়ে যদি সেরা কয়েকটি চার্জিং ব্যাটারির একটি হয়, তবে সেটিও অনেক বড় একটা অর্জন হবে।
গাড়ি বিশ্লেষক মার্ক রেইনফোর্ড বলছেন, চীনে বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতা দিনকে দিন তীব্র হয়ে উঠছে। বিওয়াইডির মতো বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিক্রি বৃদ্ধির কৌশল অবলম্বন করলেও জিকর, লি অটো এবং নিওর মতো ব্র্যান্ডগুলো ফাস্ট চার্জিংয়ে বেশি মনোযোগ দিচ্ছে।