দেশি স্টার্টআপ স্কুটের সঙ্গে ই-বাইক তৈরি করবে ওয়ালটন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্কুট লিমিটেড ও ওয়ালটনের কর্মকর্তারাসংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের অনুদান পাওয়া স্কুট লিমিটেডের সঙ্গে উন্নত প্রযুক্তির ই-বাইক তৈরি করবে ওয়ালটন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যালয়ে এ উপলক্ষে চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি। স্কুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. তৌহিদুর রহমান চুক্তিপত্রে সই করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প।

চুক্তি অনুযায়ী বাংলাদেশে পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক (ইলেকট্রিক) বাইক তৈরি করা হবে। নতুন এ উদ্যোগের আওতায় বাংলাদেশেই উন্নতমানের ই-বাইক তৈরি করা হবে, যা দেশের ই-বাইকশিল্পকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সম্ভাবনাময় স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে অনুদান দেওয়ার পাশাপাশি ব্যবসা উন্নয়ন, প্রচার ও প্রসারেও সহায়তা করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প। ২০১৬ সালে যাত্রা শুরু করা প্রকল্পটি এ পর্যন্ত ৩৮৫টি সম্ভাবনাময় স্টার্টআপকে ১০ লাখ টাকা করে অনুদান দিয়েছে।