অক্টোবরে বাজারে আসবে টেসলার রোবোট্যাক্সি

রোবোট্যাক্সির ধারণাগত ছবিটেসলা

২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি (রোবট ট্যাক্সি) বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। তবে এবারও নির্ধারিত সময়ে বাজারে আসছে না রোবোট্যাক্সি। গতকাল মঙ্গলবার ইলন মাস্ক জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর বাজারে আসবে টেসলার রোবোট্যাক্সি।

রোবোট্যাক্সি বাজারে আনার দিনক্ষণ ঘোষণা করে ইলন মাস্ক জানান, রোবোট্যাক্সি উন্নয়নের পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হবে। তবে নতুন সুবিধা বা প্রযুক্তিগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সি গাড়িটি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে। এ জন্য গাড়িটিতে বিশেষ প্রোগ্রাম ব্যবহার করা হবে, যাতে চালক ছাড়াই এটি চলতে পারে। ফলে যাত্রীরা সহজেই স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি নিয়ে আলোচনা থাকলেও এ ধরনের গাড়ির গতিনিয়ন্ত্রণ নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ রয়ে গেছে। তাই এমন গাড়ির ব্যবহার নিয়ন্ত্রক সংস্থাগুলোর পর্যবেক্ষণের মধ্যে আছে।