একবারের চার্জে ৬০০ কিলোমিটার চলবে ভলভোর বৈদ্যুতিক ট্রাক

ভলভোর বৈদ্যুতিক ট্রাকফাইল ছবি: রয়টার্স

জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় কয়েক বছর ধরেই বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা ও উৎপাদন বাড়ছে। আর তাই যাত্রী পরিবহনের পাশাপাশি মালামাল বহনের জন্যও বৈদ্যুতিক ট্রাক বাজারে এনেছে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। কিন্তু অপর্যাপ্ত চার্জিং স্টেশনের কারণে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে আগ্রহী হন না অনেকে। এ সমস্যা সমাধানে এক চার্জে সর্বোচ্চ ৬০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম নতুন মডেলের বৈদ্যুতিক ট্রাক তৈরির ঘোষণা দিয়েছে সুইডেনের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো।

করোনা মহামারির পর বিশ্বজুড়ে ভারী বৈদ্যুতিক ট্রাকের চাহিদা বেড়েছে। আর এ চাহিদাকে মাথায় রেখেই নিজেদের তৈরি এফএইচ ইলেকট্রিক ট্রাকের নতুন সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছে ভলভো। এক চার্জে দীর্ঘ পথ চলতে সক্ষম ট্রাকটি আগামী বছর বাজারে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

ভলভো ট্রাকের প্রেসিডেন্ট রজার আল্ম জানিয়েছেন, নতুন মডেলের বৈদ্যুতিক ট্রাকটি পণ্য পরিবহনের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। এই ট্রাকে শক্তিশালী ব্যাটারি ব্যবহারের পাশাপাশি সামগ্রিক সুবিধা বৃদ্ধি করা হবে। পরিবহন খাত বিশ্বব্যাপী ৭ শতাংশ কার্বন নির্গমন করে থাকে। বৈদ্যুতিক ট্রাক তৈরির মাধ্যমে এই দূষণ কমাতে চেষ্টা করছে ভলভো।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন