একবার চার্জে ৩০০ কিলোমিটার চলে বিলাসবহুল এই বৈদ্যুতিক গাড়ি

অডি ই-ট্রন ৫০ কোয়াট্রো মডেলের বৈদ্যুতিক গাড়িসংগৃহীত

দেশে অডি ই-ট্রন ৫০ কোয়াট্রো মডেলের বৈদ্যুতিক গাড়ি এনেছে অডি বাংলাদেশ। প্রোগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড। এসইউভি ধাঁচের গাড়িটি মাত্র ৭ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। শক্তিশালী ব্যাটারি থাকায় একবার চার্জ করলে ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে গাড়িটি। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অডি শোরুমে গাড়িটি উন্মোচন করা হয়।

অডি ই–ট্রন ৫০–এর বাজারজাত করার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। উপস্থিত ছিলেন বাংলাদেশে অডির অনুমোদিত প্রতিনিধি প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের চেয়ারম্যান ফুয়াদ আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ফজলে সামাদসহ অনেকে।

রাজধানীর তেজগাঁওয়ে অডি শোরুমে গাড়িটি উন্মোচন করা হয়।
সংগৃহীত

অল-হুইল ড্রাইভ সুবিধার এ গাড়িতে ২৩০ কিলোওয়াট শক্তির দুটি বৈদ্যুতিক মোটর এবং ৩৬০ ডিগ্রি সারাউন্ড ভিউ ক্যামেরা ব্যবহারের সুযোগ থাকায় স্বচ্ছন্দে পথ চলা যায়। মেট্রিকস এলইডি হেডলাইটযুক্ত এ গাড়িতে আরও রয়েছে এডাপটিভ এয়ার সাসপেনশন, ভার্চ্যুয়াল ককপিট প্লাস, ২০ অডি এলয় হুইলস, প্রাইভেসি গ্লাস, প্যানারমিক গ্লাস সানরুফ সুবিধা।

ফজলে সামাদ প্রথম আলোকে বলেন, ‘অডি ই-ট্রন দেশে আনার মাধ্যমে আমরা কার্বন নিঃসরণ কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি। গাড়িটির দাম ১ কোটি ৫৯ লাখ টাকা।’

অডি ই-ট্রন পাওয়া যাবে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের কাছে।