দেশে নতুন মোটরবাইক

টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি এফআই মোটরবাইকসংগৃহীত

দেশে ‘টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি এফআই’ মডেলের নতুন স্পোর্টস মোটরবাইক এনেছে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড। গতকাল সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে মোটরবাইকটি প্রদর্শনের পাশাপাশি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন বলেন, `টিভিএস অ্যাপাচি আরটিআর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোটরবাইক ব্র্যান্ড। নতুন মডেলের মোটরবাইকে উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তা–সুবিধা থাকায় চালকেরা সেরা রাইডিং অভিজ্ঞতা পাবেন।' এ সময় টিভিএস মোটর কোম্পানির কন্টিনেন্ট বিভাগের প্রধান জে থাঙ্গারাজন, প্রিমিয়াম বিজনেস বিভাগের প্রধান বিমল সাম্বলি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি এফআই মোটরবাইকে রেস টিউনড-ফুয়েল ইনজেকশন ‘আরটি-এফআই’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জ্বালানিসাশ্রয়ী মোটরবাইকটিতে রয়েছে ফুয়েল ইনজেক্টেড ১৫৯.৭ সিসি শক্তির ইঞ্জিন। ৪-ভাল্ব সুবিধার মোটরবাইকটিতে ডাবল ব্যারেলের এগজস্ট পাইপ বা সাইলেন্সারসহ নতুন মডেলের এলইডি হেডলাইটও রয়েছে। ফলে নিরাপদে পথ চলার পাশাপাশি স্পোর্টস বাইকের অভিজ্ঞতা মিলবে। টিভিএস অটো বাংলাদেশের নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র ও ডিলার পয়েন্টে দুটি রঙে পাওয়া যাবে মোটরবাইকটি।