২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

৫০ লাখের মধ্যে ৩ বিলাসবহুল গাড়ি

নানা কারণে দিন দিন সবাই গাড়ি বা বাইকের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আপনি কী একটি গাড়ি কেনার কথা চিন্তা করছেন? আপনার বাজেট ৫০ লাখের আশপাশে হলে আপনি দেখতে পারেন এই তিনটি গাড়ি। একজন ক্রেতা হিসাবে গাড়ি কেনার আগে আপনাকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো হলো মাইলেজ, টর্ক, ইঞ্জিনের ক্ষমতা, গাড়ির চেহারা। তাই এই বিষয়গুলোকে মাথায় রেখে আজকে আমরা ৫০ লাখ টাকা দামের মধ্যে তিনটি গাড়ি সম্পর্কে জানব।

চেরি টিগগো ৮ প্রো

এশিয়ান হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাগুয়ার ল্যান্ড রোভারের অংশীদার চেরি অটোমোবাইল কোম্পানি লিমিটেড। আন্তর্জাতিক বাজারে ২৫ বছরের বেশি সময় ধরে ৮০টির বেশি দেশে প্রায় ১ কোটি ক্রেতাকে সেবা দিয়ে আসছে চীনের চেরি অটোমোবাইল কোম্পানি লিমিটেড। বিশ্বব্যাপী আন্তর্জাতিক ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত চেরি অটোমোবাইল প্রযুক্তি, উদ্ভাবন, প্রবেশযোগ্যতা ও অন রোড পারফরম্যান্সের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। ইউরোপীয় ডিজাইন ও প্রাচ্যের নন্দনতত্ত্বের সংমিশ্রণে তৈরি হয় চেরি ব্যান্ডের গাড়িগুলো।
চলতি বছরে বাংলাদেশে টিগগো ৮ প্রো এনেছে চেরি। চেরি টিগগো ৮ প্রো একটি  সাত আসনের, টার্বোচার্জড, প্রিমিয়াম সিইউভি পরিবারের জন্য আদর্শ গাড়ি।
মূল্য: ৪৬ লাখ ৫০, ০০০ টাকা।
ইঞ্জিন: ১৬০০ সিসি টার্বো জিডিআই
ব্রেক: ডিস্ক (সামনে), ডিস্ক (পিছনে)
ট্রান্সমিশন: সেভেন স্পিড ডিসিটি
পাওয়ার: ১৪৭ এইচপি

ডিএফএসকে গ্লোরি ৫৮০ আই-অটো

চীনা অটোমোবাইল শিল্পের একটি অন্যতম নাম হলো ডিএফএসকে। যার সঙ্গে জুড়ে আছে ফ্রেঞ্চ রেনল্ট ও পিউজোট, কোরিয়ান কিয়া, জাপানিজ হোন্ডা ও নিসান, জার্মান বশ, ইতালিয়ান ফিয়াট এবং ব্রিটিশ ডেলফির মতো বড় বড় প্রতিষ্ঠানের নাম। গ্লোরি ৫৮০ আই-অটো মডেলটি তৈরিতে ব্যবহৃত হয়েছে এসব স্বনামধন্য প্রতিষ্ঠানের নানা পার্টস। যা গাড়িটিকে একটি অসাধারণ রূপ দিয়েছে। ৭ সিটার ক্রসওভারের এই গাড়ির মূল্যও রয়েছে হাতের নাগালে। এ ছাড়া চমৎকার ডিজাইনসহ ২০০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, স্টিফ সাসপেনশন, ফাইভ-স্টার এনসিএপি (নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম) ক্র্যাশ সেফটি রেটিং। অসাধারণ ড্রাইভিং অভিজ্ঞতা গাড়িটিকে টপ-নচ ফিচারের তালিকাভুক্ত করেছে।
মূল্য: ৩১ থেকে ৩৫ লাখ টাকা।
ইঞ্জিন: এসএফজি ১. ৫ লিটার টার্বোচার্জড ফিয়াট
ডিসপ্লেসমেন্ট (সিসি): ১ হাজার ৪৯৮
ব্রেক: ডিস্ক (সামনে), ডিস্ক (পিছনে)
সাসপেনশন: স্ট্যাবিলাইজার সহ ম্যাকফারসন সাসপেনশন (সামনে), স্টেবিলাইজারসহ টরসিয়াল বিম (পিছনে)
ট্রান্সমিশন: সিভিটি পাঞ্চ বেলজিয়াম

হাভাল জোলিয়ন

হাভাল হল একটি চীনা গ্রেট ওয়াল মোটরসের মালিকানাধীন অটোমোবাইল কোম্পানি যা ক্রসওভার এবং এসইউভিতে তৈরিতে দক্ষ। হাভাল জোলিয়ন একটি কম্প্যাক্ট সেগমেন্টের একটি ফ্রন্ট-হুইল ড্রাইভ ক্রসওভার।
মূল্য: ৩৭ লাখ টাকা।
ইঞ্জিন: ৪ জি ১৫ কে টার্বো
ডিসপ্লেসমেন্ট (সিসি): ১৪৯৭
ব্রেক: ডিস্ক (সামনে), ডিস্ক (পিছনে)
সাসপেনশন: ম্যাকফারসন স্বাধীন সাসপেনশন
ট্রান্সমিশন: ৭ ভিসিটি