বাজারে নতুন স্পোর্টস বাইক

সংগৃহীত ছবি

বাংলাদেশের মোটর বাইকপ্রেমীদের স্পোর্টস বাইক শুনলে প্রথমেই মাথায় আসে পালসারের কথা। পালসার বাংলাদেশে স্পোর্টস বাইকের সূচনা থেকে একে বিপ্লবে পরিণত করেছে। বাইকপ্রেমীদের কাছে পরিণত হয়েছে জনপ্রিয় স্পোর্টস বাইক হিসেবে।

দুই দশকেরও বেশি সময় ধরে বাইকপ্রেমীদের কাছে পালসার মানেই শক্তি। শক্তির সঙ্গে পালসার এখন কাজ করতে চায় নিয়ন্ত্রণ ও নির্ভুলভাবে বাইক চালাতে সবাইকে উৎসাহ দিতে। এটি মাথায় রেখে সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল। এই ১৬০ সিসির মোটরসাইকেলে আছে ডুয়েল-চ্যানেল এবিএস।

উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান জানান, নতুন পালসার এন১৬০ বাইকে আছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও আন্ডারবেলি এগজস্ট। আরও আছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন ও ৩০০ সস ডিস্ক ব্রেক।

সংগৃহীত ছবি

টুইন-চ্যানেল এবিএস সুবিধাটি চাকা লক না হওয়া বা আটকে যাওয়ায় সাহায্য করে। ফলে যেকোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, সেটা নিয়ন্ত্রণ করবে। ৩৭ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কসহ ফ্রন্ট সাসপেনশন দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করে। পালসার এন১৬০-এর নতুন ডিটিএসের প্রযুক্তির ইঞ্জিন।

নতুন পালসার এন১৬০ দুই ধাতব রঙের আবহে তৈরি। বাইকটিতে আছে হাইটেক লুক। আধুনিক জীবনকে আরও সহজ করে তুলতে ট্যাঙ্ক ফ্ল্যাপের কাছেই রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট।

উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, বাংলাদেশে দামি মোটরসাইকেলের চাহিদা দ্রুত বাড়ছে। গ্রাহকেরা প্রিমিয়াম ও দামি বাইক থেকেই সেরা প্রযুক্তি এবং সেরা পারফরম্যান্স পান। পালসার এন১৬০ নতুন গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণ করবে।

বাজাজ পালসার এন১৬০ পাওয়া যাচ্ছে উত্তরা মোটস লিমিটেডের সব ডিলার পয়েন্টে। ব্রুকলিন ব্ল্যাক রঙের বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা। পালসার এন১৬০ কিনলে সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি ও চারবার বিনা মূল্যে সার্ভিসিংয়ের সুযোগ।