২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দেশের বাজারে বিএমডব্লিউর নতুন বৈদ্যুতিক গাড়ি

বিএমডব্লিউর নতুন বৈদ্যুতিক গাড়ির উন্মোচন অনুষ্ঠানে কর্মকর্তরাসংগৃহীত

বাংলাদেশের বাজারে বিএমডব্লিউর নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি এনেছে এক্সিকিউটিভ মোটরস লিমিটেড। ‘বিএমডব্লিউ আই সেভেন ই-ড্রাইভ ফিফটি’ মডেলের গাড়িটি এক চার্জে সর্বোচ্চ ৬১১ কিলোমিটার পথ চলতে পারে। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএমডব্লিউর অনুমোদিত বিক্রয়কেন্দ্রে এক অনুষ্ঠানে ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) গাড়িটি উন্মুক্ত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এক্সিকিউটিভ মোটরস লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমডব্লিউর ‘আই’ সিরিজের সর্বশেষ সংস্করণের গাড়িটি মাত্র ৫ দশমিক ৫ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। পঞ্চম প্রজন্মের ই–ড্রাইভ প্রযুক্তি সুবিধার গাড়িটিতে হালনাগাদ ইনফোটেইনমেন্ট সিস্টেম, বিএমডব্লিউ কার্ভড ডিসপ্লে, বিএমডব্লিউ অপারেটিং সিস্টেম, স্মার্ট ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম এবং স্মুথ কানেকটিভিটি সুবিধা রয়েছে।

আরও পড়ুন

এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের পরিচালক (অপারেশনস) আশিক উন নবী জানিয়েছেন, বিএমডব্লিউ আই সেভেন ই–ড্রাইভ ফিফটি মডেলের বৈদ্যুতিক গাড়িটি বাংলাদেশে আনতে পেরে আমরা গর্বিত। হালনাগাদ সংস্করণের এ গাড়ি বাংলাদেশে পরিবেশবান্ধব এবং বিলাসবহুল গাড়ির চাহিদা পূরণ করবে।

সংস্করণভেদে গাড়িটির দাম ধরা হয়েছে সর্বনিম্ন তিন কোটি টাকা। গাড়ি কিনলেই বাসায় বিনা মূল্যে ওয়াল বক্স চার্জার ইনস্টলের সুযোগ পাবেন ক্রেতারা। ক্রেতাদের সুবিধায় দেশের ১৬টি পয়েন্টে বিএমডব্লিউ স্ট্যান্ডার্ড চার্জিং স্টেশন স্থাপন করবে এক্সিকিউটিভ মোটরস লিমিটেড।