দেশের বাজারে নতুন স্পোর্টস মোটরবাইক

হিরো এক্সটিম ১২৫ আরপ্রথম আলো

দেশের মোটরবাইকপ্রেমীদের জন্য এক লিটার তেলে ৬৬ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম স্পোর্টস ঘরানার নতুন মোটরবাইক আনার ঘোষণা দিয়েছে হিরো বাংলাদেশ। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘হিরো এক্সটিম ১২৫ আর’ মডেলের মোটরবাইকটির অগ্রিম ফরমাশ (প্রি-অর্ডার) কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হিরো বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার পার্টনার এবং নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) বিজয় কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবদুল মুসাব্বির বলেন, ‘১২৫ সিসি হলেও মোটরবাইকটি চালিয়ে স্পোর্টস মোটরবাইকের অনুভূতি মিলবে। ভারতে বেজ মডেল পাওয়া গেলেও বাংলাদেশের বাজারে আমরা লেগ গার্ড, ইঞ্জিন মাফলার, পিলিওন গ্রাবসহ মোটরবাইকটি অবমুক্ত করেছি। প্রতিদিনের চাহিদা পূরণের পাশাপাশি গতি এবং নকশার কারণে মোটরবাইকটি সবার পছন্দ হবে বলে আমি আশাবাদী।’

আরও পড়ুন

অনুষ্ঠানে জানানো হয়, হিরো এক্সটিম ১২৫ আর মডেলের মোটরবাইকটিতে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, ডিজিটাল স্পিডোমিটার এবং স্মার্ট কানেকটিভিটি। মোটরবাইকটির নকশা এবং আকর্ষণীয় হেডলাইট যেকোনো মোটরবাইকপ্রেমীদের নজর কাড়বে। এলইডি হেডলাইট, এলইডি উইঙ্কার্স এবং সিগনেচার এলইডি টেইল ল্যাম্পে আধুনিকতার ছোঁয়া রয়েছে মোটরবাইকটিতে। আকর্ষণীয় হুইল কভারের কারণে মোটরবাইকটি দেখতে স্পোর্টস বাইকের মতো। মোটরবাইকটির পেছনে প্রশস্ত চাকাসহ ৩৭ মিলিমিটার ডায়া ফ্রন্ট সাসপেনশন ও সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক রয়েছে, এর ফলে যাত্রাপথে আরামদায়ক অনুভূতি পাওয়া যাবে।

এক্সট্রিম ১২৫ আর ২৭৬ মিলিমিটার ফ্রন্ট ডিস্ক ব্রেক সুবিধার মোটরবাইকটিতে হ্যাজার্ড ল্যাম্পও রয়েছে, যা প্রতিকূল পরিস্থিতিতে আরোহী এবং মোটরসাইকেলের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি সোজা রাস্তায় যাওয়ার ক্ষেত্রেও সিগন্যাল লাইট হিসেবে কাজ করবে। লাল, নীল ও কালো এই তিন রঙে দেশের বাজারে হিরো এক্সটিম ১২৫ আর পাওয়া যাবে। পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মোটরবাইকটির দাম ১ লাখ ৭১ হাজার টাকা। ২৮ অক্টোবর থেকে এই ঠিকানায় মোটরবাইকটির অগ্রিম ফরমাশ দেওয়া যাবে।