চীনে তৈরি নতুন সেডান গাড়ি ও পিকআপ বাজারে
পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা ও বিনা মূল্যে পরিষেবা দিয়ে দেশের বাজারে চীনা ব্র্যান্ড চ্যাংগানের সেডান গাড়ি ও পিকআপ নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড। চীনা ভাষায় চ্যাংগের অর্থ দীর্ঘস্থায়ী ও অ্যানের অর্থ নিরাপত্তা। চ্যাংগানের অর্থ হিসেবে নির্মাতারা বলছেন, দীর্ঘস্থায়ী পথচলায় সর্বোচ্চ নিরাপত্তা।
সেডান শ্রেণিতে এলসভিন এবং পিকআপ শ্রেণিতে হান্টার মডেলের বাহন বিক্রির জন্য উন্মুক্ত করে দেশের বাজারে যাত্রা শুরু করল চ্যাংগান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও লিংক রোডে ডিএইচএসের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রে গাড়িগুলো দেখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইচএসের বিভাগীয় পরিচালক ইমরান জামান খান। এ সময় প্রতিষ্ঠানের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আরমান রশিদ উপস্থিত ছিলেন।
এলসভিন ১.৫ লিটার ইঞ্জিনের ৫ গিয়ারের ডিসিটি ট্রান্সমিশনসমৃদ্ধ। গাড়িটির সর্বোচ্চ অশ্বশক্তি ১০৬ এইচপি এবং সর্বোচ্চ টর্ক ১৪৫ নিউটন মিটার (এনএম)। চামড়ায় মোড়ানো বাকেট আসন, সানরুফ, ৭ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, ইবিসি এবং এবিডি রয়েছে এতে। এলসভিনে প্রজাপতি আকৃতির সামনের গ্রিল, শার্ক ফিন অ্যান্টেনা, ডেটাইম রানিং ল্যাম্প, ডুয়েল-বিম প্রজেক্টর হেডল্যাম্প এবং কি-লেস এন্ট্রি রয়েছে, এয়ারক্র্যাফট ডিজাইনের এসি ভেন্ট, অটো ডোর লক, পার্কিং সেন্সরসহ গাড়িটিকে জ্বালানি সাশ্রয়ী করে তৈরি করা হয়েছে। গাড়িটির ওজন ১ হাজার ১০০ কেজি। টায়ার প্রেশার মনিটর সিস্টেম, ডুয়েল এয়ারব্যাগ এবং উষ্ণ পার্শ্ব আয়না গাড়িটিকে সমৃদ্ধ করেছে।
বিলাসবহুল পিকআপ শ্রেণিতে চ্যাংগানের হান্টার মডেলে রয়েছে ২ লিটারের টার্বো ইঞ্জিন। চার চাকায় শক্তি সমৃদ্ধ ৬ গতির গিয়ারে গাড়িটির সর্বোচ্চ টর্ক ৩২০ নিউটন মিটার। ১ টন পর্যন্ত মালামাল বহন করার ক্ষমতাসম্পন্ন পিকআপটিতে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, প্রজেকশন হেডল্যাম্প, উচ্চ ক্ষমতাসম্পন্ন ফগ লাইট, ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেম, এবিএস, ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, দ্বৈত এয়ারব্যাগ, পার্কিং সেন্সর এবং রিয়ার ক্যামেরা রয়েছে। গাড়িটির জ্বালানি ধারণক্ষমতা ৮০ লিটার। চারটি রঙে পিকআপটি দেশের বাজারে পাওয়া যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, ১৫৭ বছর ধরে অটোমোবাইল শিল্পে অবদান রাখা চীনের শীর্ষ চারটি অটোমোবাইল প্রতিষ্ঠানের মধ্যে চ্যাংগান একটি। আরমান রশিদ বলেন, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই যানবাহনগুলোকে সাশ্রয়ী মূল্যে ও বিনা মূল্যে পরিষেবার আওতায় নিয়ে আসা আমাদের লক্ষ্য। গ্রাহকেরা যাতে করে একটি ঝামেলামুক্ত ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করতে পারে, সে জন্য আমাদের অভিজ্ঞ দল কাজ করে যাচ্ছে।
ইমরান জামান খান বলেন, ‘চ্যাংগান বাংলাদেশের শুভযাত্রা ও সেরামানের এসব গাড়ির লাইনআপের উদ্বোধনী পর্বে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। স্থায়ী নিরাপত্তার প্রতি চ্যাংগানের প্রতিশ্রুতি সবার সামনে আজ স্পষ্ট এবং বাংলাদেশে এই প্রতিফলন ঘটবে বলে আমি আশাবাদী।’
অনুষ্ঠানে জানানো হয়, চ্যাংগান এলসভিনের মূল্য ২৬ লাখ টাকা। সানরুফ ছাড়াও গাড়িটি কেনার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে সেডান গাড়ির মূল্য হবে ২৫ লাখ এবং চ্যাংগান হান্টারের মূল্য ৬০ লাখ টাকা।